সত্যি ভাইয়া সবারই স্মৃতির পাতা এবং সোনালী অধ্যায় থাকে( ১ ম-১০ ম) শ্রেণি পর্যন্ত। আপনার পোস্ট পড়ে কিছু সময়ের জন্য স্কুল জীবনে ফিরে গিয়েছিলাম। সত্যি আপনারা তো এখনো মাঝে মাঝে স্কুলে যান কিন্তু আমার বাড়িতে গেলে কখনো যাওয়া হয় না। আসলে ভাইয়া কতো বন্ধু আছে পৃথিবী ছেড়ে চলে গেছে। আর বন্ধুদের এই স্মৃতি আর কখনো ভুলা যায় না। যাইহোক ভাইয়া সুন্দর লিখেছেন, ধন্যবাদ আপনাকে পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একথা ঠিকই বলেছেন আপু প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সবারই জীবনের একটি সোনালী অধ্যায় কত বন্ধ কত স্মৃতি।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।।