You are viewing a single comment's thread from:
RE: আর্জেন্টিনা বনাম পোল্যান্ড খেলা দেখার অনুভূতি
কাল রাতে ঘুমাচ্ছি। বাড়ির সামনে দুমাদুম চকলেট বাজির আওয়াজ।ভয়ে বুকের ভেতরটা কেঁপে উঠেছে। যে এমন মাঝরাতে বোম পরে কেন? ছুটে গেছি বারান্দার ব্যালকনিতে। গিয়ে দেখি কাকার ছেলেরা বাড়ির সামনে এসে বাজি ফাটাচ্ছে। আমি বললাম কিরে এত রাতে! উত্তরে বলল, "আর্জেন্টিনা জিত্তা গেসে! "আমি বললাম আমার কানে মাথাটা খাচ্ছিস কেন? ইন্ডিয়াতো জেতে নি। বলছে,"তোকে জ্বালাতেই তো এলাম।যাতে ঘুম ভেঙে যায় তোর। " ওই পারেও দেখছি একই ক্রেজ রয়েছে।
হাহাহাহা, মজা পেলাম।।