You are viewing a single comment's thread from:

RE: কিছু সময় তামান্না সুইটসে

in আমার বাংলা ব্লগ3 years ago

ব্যবসায় লেগে থাকাটা খুবই জরুরী।উত্থান পতন দুটোই থাকে। কিন্তু দুই ক্ষেত্রেই নিজেকে সংযত রাখতে হবে। উত্থান যখন হল তখন বেহিসাবি খরচ করলে অথবা পতন যখন হল তখন ভেঙে পড়লেই সমস্যা। তবে লেগে থাকলে অনেক দূর যাওয়া যায়। কারো অধীনে কাজ করার চেয়ে স্বেচ্ছায় নিজের স্বাধীনভাবে কিছু করা সব সময় বেশি কাম্য। আর বেশ ভালো লাগলো যে ওনার আন্ডারে বেশ কিছু যুবক কাজ করে নিজের সংসার চালাচ্ছে।মিষ্টিগুলো দেখে তো চরম লোভ লেগেছে। কলকাতায় যখন আসবেন দাদা সবাই মিলে, এরকম মিষ্টি নিয়ে আসবেন হিহিহিহি।