You are viewing a single comment's thread from:
RE: শততম হ্যাংআউট উপলক্ষে আমার লেখা কবিতা - 💞 "বিনি সুতোর বাঁধন " || আমার বাংলা ব্লগ
অনেকদিন পর হ্যাংআউটে উপস্থিত থাকতে পেরেছিলাম। তার উপরে এটা ছিল ১০০ তম হ্যাংআউট। তাই আবেগটা অন্যরকম ছিল । গত বছর আগস্ট মাস থেকে কমিউনিটিতে কাজ করতে করতে কোন হ্যাংআউটি মিস করিনি। কিন্তু বর্তমানে গত একমাস থেকে জয়েন করতে পারি না নিজের কাজের কারণে। ১০০তম হ্যাংআউটে জয়েন করব মনে মনে ইচ্ছে ছিল। কিন্তু তাও শিওর ছিলাম না। আপনিও যে আমার মত আবেগপূর্ণ হয়ে কথাগুলো লিখেছেন সেটা বেশ ভালই বুঝতে পারছি।ভালো লাগলো আপনার অনুভূতি গুলো জেন। নিজের অনুভূতি এইভাবে কবিতার মাধ্যমেও যে প্রকাশ করা যায় সেটা সেদিন হ্যাংআউটেও দেখেছিলাম অনেককে,আজ আবার এখানেও দেখলাম আপনাকে।
অনেক ধন্যবাদ দিদি।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। শুভকামনা রইলো দিদি।