||জেনারেল রাইটিং:-সমাজ বদলাবে আমরা বদলালে||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম।আজকের বিষয় হলো জেনারেল রাইটিং:-সমাজ বদলাবে আমরা বদলালে আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে আসার।তো আজকে যে বিষয় নিয়ে পোস্ট করব আপনারা হয়তো টাইটেল দেখেই বুঝতে পারছেন।আমরা সবাই চাই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ। যেখানে সবাই একে অপরকে সম্মান করবে, সাহায্য করবে, ভালোবাসবে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমরা যখন সমাজের সমস্যা গুলো নিয়ে কথা বলি, তখন বেশিরভাগ সময়ই অন্যকে দোষারোপ করি।
আত্মীয়-স্বজন,বন্ধু বান্ধব ,শিক্ষক, অভিভাবক সবাইকে দোষ দেওয়া হয়। অথচ খুব কম মানুষ নিজের দিকে তাকায়।আসলে সমাজ মানে কি? সমাজ মানে আপনি আমি আর আমরা সবাই মিলে একসাথে। আমি যদি ভালো কাজ করি,আপনি যদি ভালো কাজ করেন, তবে সমাজও ভালো হবে। আর আমরা যদি খারাপ কাজ করি, অন্যায়ের পাশে দাঁড়াই, তবে সমাজ কখনোই পরিবর্তন হবে না। তাই সমাজ বদলাতে হলে প্রথমেই আমাদের নিজেদের বদলাতে হবে।
আজকাল আমরা দেখছি মানুষে মানুষে দূরত্ব বাড়ছে। আগে যেখানে প্রতিবেশীরা একে অপরের খোঁজ খবর রাখত, এখন সেখানে বন্ধ দরজা আর ব্যস্ত জীবন।আত্মীয়স্বজনের খোঁজ নেওয়ার বদলে আমরা এখন শুধু মোবাইলের স্ক্রিনে ব্যস্ত। কিন্তু সমাজ গড়ে ওঠে সম্পর্ক দিয়ে, একে অপরের পাশে দাঁড়ানোর মাধ্যমে।শিক্ষা আমাদের আলোকিত করার কথা ছিল। কিন্তু অনেক সময় আমরা দেখি শিক্ষা শুধু চাকরি পাওয়ার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। প্রকৃত শিক্ষার উদ্দেশ্য হলো মানুষকে মানুষ বানানো, নৈতিকতা শেখানো,দায়িত্বশীল নাগরিক তৈরি করা। আমরা যদি শিক্ষার সঠিক মূল্য বুঝতে পারি, তবে সমাজে অপরাধ, দুর্নীতি, অন্যায় অনেকটাই কমে যাবে।
এখন প্রশ্ন হলো,আমরা কীভাবে সমাজকে বদলাতে পারি? প্রথমত, আমাদের নিজের ভেতরে সততা ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। ছোট খাটো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে প্রতিরোধ করতে হবে। উদাহরণস্বরূপ, রাস্তায় আবর্জনা না ফেলা, লাইনে দাঁড়িয়ে নিজের পালা অপেক্ষা করা, ট্রাফিক আইন মেনে চলা,এসব ছোট ছোট কাজই বড় পরিবর্তন আনতে পারে।তবে বিশেষ করে আমরা যদি সৃষ্টি কর্তার দিকে তাকিয়ে পরকালের জন্য কিছু করি তাহলে নিশ্চয়ই আমাদের মাঝে পরিবর্তন আসবে।দ্বিতীয়ত, আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে হবে। শুধু বইয়ের জ্ঞান নয়, তাদের মানবিকতা, ভালোবাসা, সহমর্মিতা শেখাতে হবে। শিশুরা বড়দের দেখে শিখে। তাই আমরা যদি ভালো উদাহরণ তৈরি করি, তারাও সেই পথেই হাঁটবে।
সমাজে সচেতনতার প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, তবে সেটা গঠনমূলকভাবে। গুজব ছড়ানো, হিংসা, বিভেদ,এসব সমাজকে দুর্বল করে। আর সত্য, ন্যায় আর ঐক্য সমাজকে শক্তিশালী করে।একটা সুন্দর সমাজ গড়ে তোলা কোনো একদিনের কাজ নয়। এটা ধীরে ধীরে হবে, প্রতিটি মানুষের অংশগ্রহণে হবে। আর সেটা শুরু হবে সবার হাত ধরেই।তাই নিজেকে পরিবর্তন করতে হলে অন্যায় করা যাবে না, অন্যায়ের পাশে দাঁড়াতে হবে। তাই মনে রাখতে হবে, সমাজ আমরা বদলালে সমাজ বদলাবে।তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম।আমার লেখায় কোন ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
---|
আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
https://x.com/Polashislam681/status/1968664167524471151?t=gkjpwRnCdIVwSva8Rqn_Zw&s=19
https://x.com/Polashislam681/status/1968663542996852772?t=n-OV9yUQX119WdMg57gQIA&s=19