||নাটক রিভিউ:-তাকদীর||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ:-হৃদয়ে রেখেছি গোপনে আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করার। আমার বাংলা ব্লগে নতুন কিছু শেয়ার করতে পারলে নিজেকে অনেক ভালো লাগে।তো আমি প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে নাটক রিভিউ পোস্ট শেয়ার করি।আজকেও তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকেও নাটক রিভিউ নিয়ে উপস্থিত হলাম।তো আমি সবসময় চেষ্টা করি মুশফিক আর ফারহানের নাটক শেয়ার করার।কারণ ফারহানের অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে।তো এই নাটকটি ও আমার কাছে ভীষণ ভালো লেগেছে।তবে নির্জনের অভিনয় ও আমার কাছে অনেক ভালো লাগ।তাহলে দেরি না করে শুরু করা যাক।
নাটকের নাম | তাকদীর |
---|---|
অভিনয় | নির্জন,মায়া রহমান,আরো অনেকে |
পরিচালক | মান্নান মুন্না |
মুক্তির তারিখ | ২৮শে আগস্ট ২০২৫ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
দৈর্ঘ | ১:০২ |
নাটকের শুরুতেই নায়ক এবং নায়িকা, তারা নায়কার মামাতো বাসায় ওঠে।সে যে বিয়ে করেছে এটা কিন্তু বাসার কেউ জানতো না।তো হুট করে যখন তার সঙ্গে ছেলেকে দেখতে পেল তখন সবাই অবাক হয়ে গেলো।কিন্তু এই দিকে তার নানা অনেক খুশি হয়েছে।কারণ সে সুন্দর একটি ছেলেকে সিলেক্ট করছে।যাইহোক এদিকে তার মামা তার উপর অনেক বেজার হয়। এখন সে যে না বলে বিয়ে করছে এটাতে সবাই অনেক রাগান্বিত।তবে এখানে লম্বা একটি কাহিনী রয়েছে এটা আমি পরে বলতেছি।
তো বেশ কিছুদিন যাওয়ার পরে তার মামা কিন্তু তাকে কোন ভাবেই মেনে নিতে পারতেছিল না।তাকে উঠতে বসতে এবং খেতে বসতে সব সময় জিজ্ঞেস করা হতো।কিন্তু ছেলেটি তার মামাকে সত্য পরিচয় দেয়।তার পরিচয় শুনে সবাই অবাক হয়ে গেলো।তখন তার কথা শুনে তার মামা ওখান থেকে চলে যায় এবং তার নানা ওখানে তাদের সাথে কথা বলে।এবং তার নানা বলে তুমি তাকে বাইরে নিয়ে গিয়ে পুরো গ্রাম টি ঘুরে দেখাও।যখন তার নানার কথা অনুযায়ী নায়িকা তাকে বাইরে নিয়ে গিয়ে পুরো এলাকায় ঘুরে দেখালো।
এদিকে ঘোরা ফেরা করতে করতে নায়ক কিন্তু তাকে পছন্দ করে ফেলছে।নায়িকাও পছন্দ করছে সে কিন্তু প্রকাশ করতে পারেনি।যাইহোক এদিকে তার মামা অনেক চিন্তিত ছিলো।তার মামাও কিন্তু তাকে মনে মনে মেনে নিয়েছিল কিন্তু সে প্রকাশ করতে পারতেছে না।সে কি যেন একটা জিনিস নিয়ে অনেক ভয় পাচ্ছিল সেইজন্য সে প্রকাশ করতেছে না।যাইহোক দেশ দুই দিন যাওয়ার পরে হঠাৎ করে নায়িকার বয়ফ্রেন্ড তাদের বাসায় চলে আসলো।এখন তার বয়ফ্রেন্ড এসে বলে যে আমি ওকে বিয়ে করব আমি ওর বয়ফ্রেন্ড।এখন এইদিকে যে নায়িকা একটি ছেলেকে হাসবেন্ড হিসাবে তাদের বাসা নিয়ে আসছে, ছেলেটি তখন সব সত্য কথা বলে দিলো।তখন তার কথা শুনে সবাই আশ্চর্য হলো।আর সঙ্গে সঙ্গে সবার কাছ থেকে বিদায় নিয়ে সে চলে গেলো।
তো নায়ক ওখান থেকে চলে যাওয়ার পরে তার বয়ফ্রেন্ড তাকে রুমে নিয়ে গিয়ে ডিসকাস করছিল।তো কথা বলতে বলতে তার বয়ফ্রেন্ডের মুখ থেকে আসলো যে তোমার মামার কাছ থেকে কিছু টাকা এনে দিও।বিয়ে যেহেতু করব আমাকে টাকা দিও আমি বাইরে গিয়ে বিজনেস করবো।এই কথা শুনে নায়িকা তাকে থাপ্পড় দিয়ে বাসা থেকে বের করে দেয়।এবং সে বুঝতে পারল যে আমার তাকদিরে কে ছিল এবং তাকদীরে আমার কি লেখা আছে।সঙ্গে সঙ্গে সবাইকে বলে সে নায়কের কাছে চলে গেল।নায়কের একটি নিজস্ব রেস্টুরেন্ট ছিল, সে রেস্টুরেন্টে নায়িকা চলে গেলো।তখন তাকে সবকিছু খুলে বললো এবং মনের কথাও তাকে বলে দিলো।নাটক টি এখানেই শেষ হয়।
নাটকটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।মাঝে মধ্যে নির্জন এবং মায়া রহমানের নাটক গুলো দেখি।তবে মায়া রহমানের অভিনয় আমার কাছে অনেক ভালো লাগে।যাইহোক এই নাটকটি ও অনেক সুন্দর ছিল এবং দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে।আশা করছি আপনারা যারা নাটকটি দেখেন নাই দেখে নিবেন খুবই ভালো লাগবে।তো বন্ধুরা আজকের মত আমি এখানেই বিদায় নিলাম।আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
---|
আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
https://x.com/Polashislam681/status/1963942052644692391?t=fSuU3IJlS_OB9IXvrH0FyA&s=19
টুইটার লিংক
https://x.com/Polashislam681/status/1963614531818762703?t=-HFjV_wNNVs5r7MCCDkzmw&s=19
তাকদীর নাটকের রিভিউ অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন ভাইয়া। এই নাটকটি দেখা হয়নি। তবে রিভিউ পড়ে মনে হচ্ছে নাটকটি সত্যিই দারুণ। সময় পেলে দেখব।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
এত মিনিটের একটা নাটক মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই পড়ে নেওয়া যায়। আমি তো মনে করি দেখার থেকে রিভিউ পড়ে নেওয়াই ভালো। তাহলে নাটকের সম্পূর্ণ কাহিনীটা মাত্র ২ মিনিটেই জেনে নেওয়া যায়। বেশি সময় আর অপচয় করা লাগে না দেখে। আমি তো এখন সব সময় চেষ্টা করি নাটকের রিভিউর মাধ্যমেই কাহিনীটা জেনে নেওয়ার জন্য। আর ঠিক তেমনি এখনো চেষ্টা করলাম। ভালো লাগলো এই রিভিউ টা।
ধন্যবাদ ভাই সব সময় সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
এই নাটকের অনেকগুলো ছোট ছোট ক্লিপ আমি দেখেছিলাম। সবগুলো ক্লিপ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল৷ এই নাটক দেখার জন্য আমি ডাউনলোড করেও রেখেছিলাম৷ তবে আজকে আপনার কাছ থেকে রিভিউ দেখে অনেক বেশি ভালো লাগলো৷ এই রিভিউ থেকে নাটকটি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। যখন নাটক দেখে নিব তখন সব কিছু আরো ভালোভাবে প্রকাশ পেতে থাকবে৷ ধন্যবাদ আপনাকে এই সুন্দর নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য৷