আজকে আমি আঁকছি (আমাদের দেশের জাতীয় পাখি দোয়েল পাখির চিএ)@shy-fox 10% beneficiary
নমস্কার ও আদাব ।আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি একটি নতুন অঙ্কন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল ছবি । তা আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনাদের আমার আঁকা ভালো লাগবে।
** দোয়েল ছবিটি আঁকার জন্য যে সব সরাঞ্জম ব্যবহার করছি তা হলো:**
১.একটি হার্ডবোর্ড ।
২.একটি পেনসিল।
৩.একটি রাবার।
৪.একটি এ৪ সাইজের পেপার ।
ছবিটি আমি যে ভাবে আঁকছি ,তা আমি ধাপে ধাপে নিচে তুলে ধরলাম।
প্রথম ধাপ:আমি ছবিটি এ৪ সাইজের পেপার একটি সাদা কাগজ আর পেনসিল দিয়ে ছবিটি আঁকি ।প্রথমে দোয়েলটির ঠোঁট , পা ,,চোখ ,লেজটি আর একটি গাছের ডাল আঁকি।
দ্বিতীয় ধাপ:তারপর আমি দোয়েলটির পিছনের অংশ,অন্য পা আর পাখা আঁকি।
তৃতীয় ধাপ:এরপর আমি দোয়েলটির ঠোঁটের মধ্যে,একটি পাখায় আর মাথার মধ্যে আমি পেনসিল দিয়ে কালার কাজ করি।
চতুর্থ ধাপ: দোয়েলটির লেজ আর অন্য পাখায় আমি পেনসিল দিয়ে রংরের কাজ করি।
পঞ্চম ধাপ:চুড়ান্ত পর্যায় আমি দোয়েলটি পাখি টি ভালো দেখার জন্য কিছু কিছু জায়গায় পেনসিল দিয়ে দাগ দেয় ।যাতে করে আমাদের বাংলাদেশের জাতীয় পাখি সবার কাছে ভালো লাগে।
আমার বাংলা ব্লগে ,আমার ব্লগটিতে আমার দোয়েল পাখি আঁকা কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্যে জানাবেন। আমি খুব শীঘ্রই অন্য ছবি আঁকা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো ও সুস্থ থাকবেন।ধন্যবাদ
দোয়েল আমাদের জাতীয় পাখি,আর আপনি এই পাখি টা অঙ্কন করছেন,ধন্যবাদ আপনাকে
অনেক ভাবে আঁকিয়েছেন
মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই!
আমাদের জাতীয় পাকি দোয়েল৷ খুব সুন্দর এঁকেছেন ভাইয়া। অনেক শুভ কামনা রইলো।
ধন্যবাদ আপু ,আমার পোস্ট দেখার জন্য আর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ!!
খুবই নিপুনতার সাথে ধাপে ধাপে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল পাখি অঙ্কন করেছেন। এক কথায় অসাধারণ হয়েছে ভাই। শুভেচ্ছা রইলো।
জ্বি দাদা ,আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
অনেক সুন্দরভাবে এঁকেছেন আমাদের জাতীয় পাখি দোয়েলের ছবি আর আপনার উপস্থাপন অনেক সুন্দর ছিল। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া !!আপনার জন্য শুভকামনা রইল !
দোয়েল পাখিটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া... আগামীতে এরকম আরো অনেক ভালো ভালো আর্ট দেখতে চাই....❤️❤️
হুম ভাই,মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই!!
খুব সুন্দর হয়েছে দোয়েল পাখিটির আর্ট।তবে এর একটু গাঢ় কালো রঙ করলে বেশি ফুটে উঠত বলে আমার মনে হয়।ধন্যবাদ দাদা।শুভকামনা রইলো দাদা।
ধন্যবাদ দিদি!! আপনার সুচিন্তিত মতামতের জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ !