ঠিকই বলেছেন ভাই,গাছ কেটে ফেলার কারণেই গরমের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। আমরা যদি সবাই মিলে একটু সচেতন হয়ে নিজেদের বাড়ির আশেপাশ গুলিতেই প্রত্যেকে গাছ লাগাতাম তাহলে হয়তো পরবর্তী বছরগুলোতে এই গরমের প্রভাব কিছুটা হলেও কমে যেত। আপনাদের বাড়ির আশেপাশের টিউবওয়েল গুলোতে দেখছি কোনটাতেই জল নেই, তবে আপনাদের বাড়িতে ছিল বলে সবাই উপকৃত হল।