You are viewing a single comment's thread from:

RE: ব্যার্থতা|| স্বরচিত কবিতা

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যাঁ ঠিকই বলেছেন কবিতা লেখাটা অনেকটা ঘুম বা প্রেমের মতোই ধরা না দিলে হয়না । যেমন দেখুন আপনি তাও লিখবো লিখবো ভেবে লিখে ফেললেন।কিন্তু আমি রোজ ভাবছি কবিতা লিখবো আপনার ম্যাথ পরীক্ষার সময় মনে পড়েছে কবিতা আর আমার পড়তে বসলেই মনে পড়ে একটা দুটো ছন্দ মনে হয় আজই লিখে ফেলব কিন্তু পড়া থেকে উঠলে আর একটা লাইনও মনে পড়ে না তাই আজও লেখা হয়ে উঠলো না। আপনার কবিতাটা খুবই ভালো লাগলো আমার। অনেক সাহস এবং ভরসা দিল। একবার ব্যর্থ হলেই ভেঙে পড়া উচিত না তা বুঝিয়ে দিল।

Sort:  
 3 years ago 

যখন মনে পড়বে তখনই খাতায় অথবা ফোনের নোট প্যাডে লিখে ফেলবেন।আমি এরকমই করি।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ্ আপনি খুব ভালো একটা উপায় বললেন তো অনেক ধন্যবাদ আপনাকে।