হ্যাঁ ঠিকই বলেছেন কবিতা লেখাটা অনেকটা ঘুম বা প্রেমের মতোই ধরা না দিলে হয়না । যেমন দেখুন আপনি তাও লিখবো লিখবো ভেবে লিখে ফেললেন।কিন্তু আমি রোজ ভাবছি কবিতা লিখবো আপনার ম্যাথ পরীক্ষার সময় মনে পড়েছে কবিতা আর আমার পড়তে বসলেই মনে পড়ে একটা দুটো ছন্দ মনে হয় আজই লিখে ফেলব কিন্তু পড়া থেকে উঠলে আর একটা লাইনও মনে পড়ে না তাই আজও লেখা হয়ে উঠলো না। আপনার কবিতাটা খুবই ভালো লাগলো আমার। অনেক সাহস এবং ভরসা দিল। একবার ব্যর্থ হলেই ভেঙে পড়া উচিত না তা বুঝিয়ে দিল।
যখন মনে পড়বে তখনই খাতায় অথবা ফোনের নোট প্যাডে লিখে ফেলবেন।আমি এরকমই করি।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
বাহ্ আপনি খুব ভালো একটা উপায় বললেন তো অনেক ধন্যবাদ আপনাকে।