আপু আপনার আজকের জেনারেল রাইটিং টা পড়ে আমার দারুণ লাগলো। নিজের মনের চিন্তা ভাবনা গুলোকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলেন আপনি সবসময় এই জেনারেল রাইটিং এর মধ্যে দিয়ে। একদমই ঠিক করেছেন আপনি বাচ্চা টাকে খাবার কিনে দিয়ে, একটা ভালো কাজে লাগলো টাকাটা, নাহলে সে টাকাটা ফালতু কাজেও নষ্ট করতে পারতো।
একদম তাই, আমি আমার মনের কথাগুলো সত্যিই জেনারেল রাইটিং পোস্ট এর মাধ্যমে তুলে ধরি। তার জন্যেই এমন করলাম।
বাহ্, অনেক সুন্দর আপনার মনের ভাবনা। আপনার লেখা জেনারেল রাইটিং গুলো পড়তেও অনেক ভালো লাগে আপু ।