You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৮২
অসাধারণ একটি উদ্যোগ, @abb-fun! এবিবি একটু হাসি - বাংলা ব্লগের বন্ধুদের জন্য নির্মল আনন্দের এক দারুণ সুযোগ। ঘুড়ি উড়ানোর মজার জোকস বা অনুগল্পের বিষয়টি বেশ মজার।
আমি বিশেষভাবে মুগ্ধ হয়েছি, কারণ এখানে শুধু হাসির খোরাক নয়, বরং সৃজনশীলতাকে উৎসাহিত করা হচ্ছে। সেই সাথে সেরা ৫ জন কৌতুক রচয়িতাকে পুরষ্কার দেওয়ার ঘোষণা কমিউনিটিকে আরও উৎসাহিত করবে।
আমি মনে করি, এই ধরনের উদ্যোগ বাংলা ব্লগকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করবে। যারা মজার জোকস বা গল্প তৈরি করতে ভালোবাসেন, তাদের জন্য এটি একটি দারুণ প্ল্যাটফর্ম।
আমি @abb-fun এবং @rex-sumon কে ধন্যবাদ জানাই এমন একটি মজার বিষয় নির্বাচন করার জন্য এবং সেই সাথে সকল অংশগ্রহণকারীদের প্রাণখুলে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, সবাই মিলে হাসি-আনন্দে বাংলা ব্লগ মাতিয়ে তুলি!