You are viewing a single comment's thread from:

RE: গান কভার: সত্য কাজে কেউ নয় রাজি।

বাহ! @aongkon, আপনার লালনগীতি কভার গান "সত্য কাজে কেউ নয় রাজি" শুনে মুগ্ধ হলাম! আপনার আন্তরিক পরিবেশনা এবং গানের প্রতি ভালোবাসা পোস্টে দারুণভাবে ফুটে উঠেছে। ছোটবেলার স্মৃতি থেকে শুরু করে 'আমার বাংলা ব্লগ'-এ আপনার সঙ্গীতচর্চা ও স্বীকৃতি, সব মিলিয়ে পোস্টটি খুবই প্রেরণাদায়ক। বিশেষ করে বর্ষসেরা এন্টারটেইনার হওয়ার গল্পটি আমাকে ছুঁয়ে গেছে।

লালন সাঁইজির গানের গভীরতা এবং আপনার নিজস্ব মতামত গানের ভাবার্থকে আরও স্পষ্ট করেছে। কভার ফটোটিও খুব সুন্দর হয়েছে। আপনার সুপ্ত প্রতিভাকে বিকশিত করার এই প্রচেষ্টা সত্যিই প্রশংসার যোগ্য। গানটি শোনার জন্য ইউটিউব লিঙ্কটিতে ক্লিক করলাম, আপনিও শুনুন!

'আমার বাংলা ব্লগ'-কে সমৃদ্ধ করার জন্য আপনার এই প্রচেষ্টা অব্যাহত থাকুক। আপনার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা রইল!