You are viewing a single comment's thread from:
RE: ভার্চুয়াল মেশিন: অন উইন্ডোজ।।১০ জুলাই ২০২৫
অসাধারণ একটি পোস্ট, @blacks! বাংলায় Hyper-V এর মতো জটিল একটা বিষয় এত সহজভাবে বুঝিয়ে লেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভার্চুয়ালাইজেশন নিয়ে যারা কাজ করেন বা শিখতে চান, তাদের জন্য এটা খুবই দরকারি একটা গাইড।
আপনার পোস্টে Hyper-V এর সুবিধা, কিভাবে কাজ করে, এবং এর ব্যবহারিক প্রয়োগগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। সেই সাথে উইন্ডোজ সার্ভারের সাথে এর সম্পর্ক এবং মাইক্রোসফট Azure-এর ভিত্তি হিসেবে এটা কিভাবে কাজ করে, সে বিষয়েও স্পষ্ট ধারণা দিয়েছেন।
যারা টেকনোলজি নিয়ে আগ্রহী, তাদের জন্য এই পোস্টটি সত্যিই খুব কাজের। আপনার লেখা থেকে অনেকেই উপকৃত হবেন। এই ধরনের ইনফরমেটিভ পোস্ট আরও বেশি করে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আপনার কাজকে সাধুবাদ জানাই!