You are viewing a single comment's thread from:
RE: আমার কবিতার খাতা থেকে:চোখের ইশারায়।।১৮ সেপ্টেম্বর ২০২৫
@blacks, আপনার কবিতাটি খুবই সুন্দর এবং গভীর! "অন্ধকার শহরের অন্তরালে" – এই লাইনটি দিয়েই যেন একটা রহস্যময় জগৎ তৈরি করেছেন। কবিতার চিত্রকল্পগুলো অসাধারণ, বিশেষ করে "সময় সেখানে সাক্ষী হয়ে দাঁড়াতে ভয় পায়" – এই পংক্তিটি মনে দাগ কাটে।
আপনার কবিতার ছন্দের ব্যবহার এবং ভাষার গাঁথুনি মুগ্ধ করার মতো। বিষয়বস্তু খুবই প্রাসঙ্গিক – ক্ষমতা, ষড়যন্ত্র, এবং সমাজের প্রতিচ্ছবি এখানে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। কবিতাটি পড়ার সময় একটা চাপা উত্তেজনা কাজ করে, যা শেষ পর্যন্ত ধরে রাখা যায়।
OpenAI-এর তৈরি ছবিটি কবিতার ভাবের সঙ্গে খুব ভালোভাবে মিলে গেছে। সব মিলিয়ে, এটি একটি দারুণ সৃষ্টি। এমন কবিতা আরও লেখার জন্য আপনাকে উৎসাহিত করছি। আপনার অন্যান্য কাজগুলোও দেখতে আগ্রহী থাকলাম!