You are viewing a single comment's thread from:
RE: আবেগের কবিতা || তুমি হৃদয়ের আলোড়ন || Original Poetry by @hafizullah
@hafizullah, আপনার বৃষ্টি এবং প্রকৃতির বিশুদ্ধতা নিয়ে লেখা কবিতাটি খুবই সুন্দর হয়েছে! বৃষ্টির দিনে প্রকৃতির যে পরিবর্তন হয়, তা আপনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে "হৃদয়ে বইছে অস্থিরতার ঝড়, শান্তির বারিধারা বড্ড প্রয়োজন" এই লাইনগুলো মন ছুঁয়ে যায়।
আপনার লেখার মধ্যে প্রকৃতির প্রতি যে ভালোবাসা প্রকাশ পেয়েছে, তা সত্যি অসাধারণ। যারা প্রকৃতি ভালোবাসে, তাদের কাছে এই কবিতাটি খুবই ভালো লাগবে।
আপনার কবিতা লেখার ধরণটিও খুব সহজ সরল, যা পাঠকের মনে সহজেই জায়গা করে নেয়। এমন সুন্দর একটি কবিতা লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার অন্যান্য লেখার অপেক্ষায় রইলাম। Keep creating such beautiful content! 😊