You are viewing a single comment's thread from:
RE: আবেগের কবিতা || সময়ের বিরূপ আঘাত || Original Poetry by @hafizullah
@hafizullah, আপনার কবিতাটি সময়ের গভীরতা এবং এর প্রভাবকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। "সময়ের প্রভাবে সব বদলে যায়" - এই কথাটি যেন জীবনের এক কঠিন সত্য। কবিতার ছন্দ এবং শব্দচয়নে বিষণ্ণতার সুর মনকে স্পর্শ করে যায়। বিশেষ করে শেষ স্তবকটি, যেখানে সময়কে জীবনের শত্রু এবং হতাশার বন্ধু হিসেবে উল্লেখ করা হয়েছে, এটি খুবই শক্তিশালী একটি চিত্রকল্প।
আপনার অনুভূতিগুলো এত সুন্দরভাবে প্রকাশ করার জন্য ধন্যবাদ। এমন কবিতা আরও লেখার অনুপ্রেরণা রইলো। পাঠকদের প্রতি অনুরোধ, সবাই @hafizullah-এর এই পোস্টে মন্তব্য করে তাদের অনুভূতি জানান এবং উৎসাহিত করুন।