কয়েকটি ফুলের ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ-১৪ ই আগস্ট, বৃহস্পতিবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। ফুল এবং প্রকৃতির ফটোগ্রাফি করতে আমি সর্বদাই অনেক ভালোবাসি। বেশ কিছুদিন ধরে ফটোগ্রাফি করছিলাম না। আজ কয়েক দিন ধরে আবার ফটোগ্রাফি করা শুরু করেছি। আজকে সন্ধ্যায় বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম। এখন আর বাইরে খুব একটা দেওয়া হয় না। ছাদ থেকে মাঝে মাঝে ফুল এবং প্রকৃতির ফটোগ্রাফি করে। বাইরেও যায় তবে মাঝে মাঝে। আজকে কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি।আশা করছি ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে গোলাপ ফুলের চমৎকার একটি ফটোগ্রাফি। আমাদের চারিপাশে যে কত রকমের গোলাপ ফুল রয়েছে আমার আসলে তা জানা নেই। প্রায় প্রতিদিন নিত্যনতুন রঙের দেখা পাই। আমাদের ছাদে মাঝে মাঝেই নতুন নতুন ফুলের দেখা পাওয়া যায়। আজকে দেখলাম এই রঙের সুন্দর একটি গোলাপ ফুল। দেখতে এতটাই অপূর্ব লাগছিল যে বর্ণনা করার আর দরকার। গোলাপ ফুলের কালার টা যে কি নির্দিষ্ট করে বলতেই পারছি না। ফুলটি দেখতে অসম্ভব সুন্দর লাগছিল।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে লাল রঙের একটি গোলাপ ফুল। এ গোলাপ ফুল টা একটু আলাদা। রংটা মেরুন। আলাদা রকম দেখতে গোলাপটি ভারী মিষ্টি লাগছিল। কত সুন্দর তাই না! গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কম। আমার কাছে তো শুধু গোলাপ নয় সবগুলো ফুল ভালো লাগে। ছাদে গেলে নিত্যনতুন এরকম ফুলে দেখা পেতে বেশ ভালই লাগে। বারবার মন কেড়ে নেয় ফুলগুলো। কত মিষ্টি দেখতে। যতবার চেয়ে দেখি ততবার হারিয়ে যায়।
ফটোগ্রাফি নং-৩
এই ফটোগ্রাফি তে রয়েছে নাম তারা ফুলের ফটোগ্রাফি। গোলাপি রঙের নয়ন তারা ফুল আমাদের ছাদে অনেক। এরকম নয় তারা ফটোগ্রাফি আমি আপনাদের সাথে অনেক বার শেয়ার করেছি। আসলে ছাদে সবথেকে বেশি নয়ন তারা ফুল । গোলাপি এবং সাদা দুটি রঙে নয়নতারা ফুল ছাদে রয়েছে। ফুলগুলো আমি ভীষণ পছন্দ করি। পরবর্তীতে আপনাদের সাথে আলাদা ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে নীল রঙের অপরাজিতা ফুল। অপরাজিতা ফুল তো আমরা সকলেই চিনি। আমি নিজেই আপনাদের সাথে অনেকবার এই ফুলের পরিচয় করিয়েছি। আমি যখন ছোট ছিলাম আমি তখন জানতাম না এই ফুলের নাম অপরাজিতা। পরবর্তীতে যখন জানতে পারি বেশ ভালো লাগে ফুলের নামটি। ফুলটি যেমন দেখতে তেমনি মিষ্টি তার রং। গাঢ় নীল রঙের অপরাজিতা আসলেই ভারী মিষ্টি।
ফটোগ্রাফি নং-৫
এটা হল সাদা রংয়ের হাজারী গোলাপ ফুলের কুঁড়ি। এখনো ফুলগুলো ফুটে ওঠেনি। একসাথে যখন এতগুলো ফুল ফুটবে দেখতে ভারী মিষ্টি লাগবে। আমরা তো এগুলোকে হাজারী গোলাপ বলি। আপনারা কি বলেন একটু জানাবেন তো। ছাদে কয়েক রঙের হাজারী গোলাপ রয়েছে। তবে সাদা রং এবং গোলাপি রঙ টা একটু বেশি ভালো লাগে। গোলাপ ফুলের এত রঙের বাহার দেখেই মুগ্ধ হয় বারবার।
ফটোগ্রাফি নং-৬
আমার সর্বশেষ ফটোগ্রাফিতে রয়েছে সাদা রংয়ের স্নিগ্ধ একটা অপরাজিতা ফুলের ফটোগ্রাফি। অপরাজিতা ফুল নিয়ে আর আলাদা করলে কি বলবো। যে রং হোক না কেন অপরাজিতা দেখতেই ভারী মিষ্টি। আসলে ফুলের সৌন্দর্যের সংজ্ঞা হয় না। এই ফুলের ফটোগ্রাফি কেউ আমি ছাদ থেকেই করেছিলাম। সন্ধ্যাবেলায় ফটোগ্রাফি ক্যাপচার করেছে বলে দেখতে একটু কালো লাগছে।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১৪ই আগস্ট ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


গোলাপ ফুলগুলি এবং অপরাজিতা ফুল আমার কাছে বেশি ভালো লেগেছে। সেই সাথে নয়ন তারা ফুলের ফটোগ্রাফি টাও চমৎকার করেছেন। বর্ণনা গুলি পড়ে খুবই ভালো লাগলো। এরকম চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
বাহ আপনি তো আজকে চোখ জুড়ানো কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন আপু।সত্যি বলতে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দারুন হয়েছে জাস্ট মুগ্ধ হওয়ার মত। ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি তার পাশাপাশি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
ওয়াও আপনি আজকে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি কিন্তু চোখ জুড়ানো ছিল। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না। আপনার প্রতিটা ফটোগ্রাফির প্রশংসা করতেই হচ্ছে।
ফুলের ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে সব সময় ভালো লাগে। আপনার শেয়ার করার প্রতিটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। তবে বিশেষ করে আমার কাছে চার নং এবং ৬ নং ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে । ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
এরকম সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। এত সুন্দর করে আপনি ফটোগ্রাফি করেছেন দেখে তো জাস্ট দারুন লাগলো। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফির মধ্যে থেকে ১ এবং ২ নাম্বার ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। অন্য ফটোগ্রাফি গুলো কিন্তু সুন্দর হয়েছে, কম সুন্দর ছিল না একেবারে। সবগুলোই ভালো হয়েছে ফটোগ্রাফি।
আপনার ফটোগ্রাফি গুলি অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। তবে প্রথম ও দ্বিতীয় গোলাপ ফুলটি দেখে আমার ভীষণ ভালো লাগলো। চোখ আটকে যাওয়ার মত এই দুটি ফুল চমৎকার রং এবং রূপ। এছাড়া প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে এবং ফুলগুলো অনেক সুন্দর। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
অনেক সুন্দর কয়েকটি ফুলের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন আপু আপনি। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে আপু।তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ২ নং ফটোগ্রাফি। আপনার করা ফটোগ্রাফি পোস্ট আসলেই অনেক বেশি সুন্দর হয় আপু ।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন আপু আপনি। সুন্দর এই কয়েকটি ফুলের ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।