কয়েকটি রেনডম ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ-২৯ শে সেপ্টেম্বর, সোমবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
আজ আপনাদের সাথে কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করতে এসেছি। চারিদিকে পুজোর হইহুল্লর আর আমার সারাদিন বাড়িতে থাকতে হয়। কোন কিছুই ভালো লাগেনা। পোস্ট করার জন্য তেমন কিছু পাচ্ছি না। কোন কিছু করতেও ইচ্ছে করছে না যে করব। একটা বছর পর যখন পূজো আসে তখন যদি এভাবে পুজো দেখতে না যাওয়া হয় আসলেই মনটা খারাপ লাগে। চলুন এত কথা না বাড়িয়ে আজকের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে চমৎকার প্রাকৃতিক দৃশ্যের মিলবন্ধন। কুষ্টিয়া থেকে আসার সময় বাসের মধ্যে থেকে ছবিটি তুলেছিলাম। গড়াই নদীর উপর দিয়ে যখন আসছিলাম তখনই চোখ পড়ে যাই নদীর দিকে। খানিকটা সামনে এগোতেই আকাশ, নদী এবং সুন্দর প্রকৃতির একটি চমৎকার দৃশ্য চোখে ধরা পড়ে। আকাশে সাদা মেঘ দেখতে ভীষণ ভালো লাগছে না। এরকম প্রকৃতি দেখলে চোখ ফেরানো মুশকিল।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে নদীর ফটোগ্রাফি। আমাদের বাংলাদেশ ১৩ নদীর দেশ। এখানে রয়েছে বিভিন্ন নদীর বিভিন্ন শাখা উপ শাখা। এই ছবিটি কুষ্টিয়া গড়াই নদী থেকে তোলা। আমি যেহেতু কুষ্টিয়া তে থাকি মাঝে মাঝেই এই গড়াই নদীর পাড়ে ঘুরতে যাওয়া হয়। নদীর একিনারা থেকে ওকিনারার দিকে তাকালে অপূর্ব কিছু দৃশ্য দেখতে পাওয়া যায়। চারদিকের প্রকৃতিও যেন খুব সুন্দর ভাবে চোখে ধরা দেয়।
ফটোগ্রাফি নং-৩
এই ফটোগ্রাফি তে রয়েছে পাতা ঝরা একটি গাছের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটি এর আগের বছরের বসন্তকালের ফটোগ্রাফি। বসন্তকালে যখন গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় গাছগুলো তখন ঠিক এরকম দেখতে হয়। গাছে শুধু শাখা-প্রশাখা দেখা যায়। নিচে ঝরা পাতা মচমচে শব্দ যেন এখনো কানে বাজে। এরকম গাছ গুলো দেখতে অন্যরকম সুন্দর লাগে।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে পড়ন্ত বিকেলের একটি সুন্দর ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটি বেশ কিছুদিন আগেই ক্যাপচার করা। সূর্য যখন আস্তে আস্তে চলে যাচ্ছিল চারিদিকটা ভীষণ সুন্দর লাগছিল। তখন এই ছবিটি তুলেছিলাম। সামনাসামনি সূর্য পস্তে যাওয়ার মুহূর্ত উপভোগ করতে বেশি ভালো লাগে।
ফটোগ্রাফি নং-৫
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে চাঁদের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটি আজকেই করেছি। কারেন্ট চলে যাওয়াই বাইরে হাটাহাটি করছিলাম। তখনই চোখে পড়ল এই সুন্দর চাঁদ। বাঁকা চাঁদ দেখতে বেশ অপূর্ব লাগছিল। খালি চোখে চাঁদটি দেখতে আরো বেশি সুন্দর। যদিও আমি যথেষ্ট সুন্দরভাবে ফোন ক্যামেরায় এটি বন্দি করার চেষ্টা করেছি।
ফটোগ্রাফি নং-৬
সর্বশেষ ফটোগ্রাফি তে রয়েছে আরো একটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। এরকম দৃশ্য দেখতেও ভালো লাগে। বাসে করে আসার সময় খানিকটা এগিয়ে এরকম একটি দৃশ্য চোখে পড়ে। গাছগুলো দেখে মনে হচ্ছে এটা কোন পাহাড়ের অঞ্চল। গাছগুলো মনে হচ্ছে এই যেন আকাশ ছুঁয়ে ফেলবে। সত্যি এরকম দেশগুলো যখন গাড়িতে আসার সময় দেখা যায় বেশ ভালো লাগে দেখতে।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


https://x.com/PurnimaBis34652/status/1973773011515015591?t=KmiVacqgZQxaFKbDLOIgKw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1973771921436356962?t=Od7REQGNYc4sTtlOwkmxNQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1973772390552457699?t=Jp1NfpEorE-sXtvPeM-hQg&s=19
বাহ আপু আপনি তো দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা প্রতিটা ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি আজকের সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। একই সাথে এখানে ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতাকেও আপনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ এখানে ৬ নাম্বারে আপনি যে চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷