গোধূলি বিকেলের কয়েকটা ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ০৩ আগস্ট ,রবিবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
ফটোগ্রাফি হলো একটি আর্ট। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। প্রত্যেক সপ্তাহে আমি প্রায় দুই থেকে তিনটি করে ফটোগ্রাফির পোস্ট আপনাদের সাথে শেয়ার করে থাকি। প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরা বন্দি করে রাখতে বেশ ভালোই লাগে। আজকে নিয়ে এসেছে বেশ কিছু পড়ন্ত বিকালে ফটোগ্রাফি। বিকেলবেলা এরকম ফটোগ্রাফি ক্যাপচার করতে বেশ ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে এরকম পরিবেশে বসে খানিকটা সময় নিজের সাথে কাটাতে। চলুন তাহলে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।
দিনটা ছিল বেশ সুন্দর। সকালবেলায় বেশ ভারী বৃষ্টি হয়েছিল। দুপুরবেলা হতেই রোদ উঠেছিল। দিনটা বেশ ভালো লাগছিল সেদিন। এখন আর বাইরে কোথাও খুব একটা যাওয়া হয়। তাই মেসের আপুদের সাথে মাঝে মাঝে ছাদে গিয়ে আড্ডা দেই। সবাই মিলে ছাদে গিয়ে আড্ডা দিতে বেশ ভালো লাগে। সবাই মিলে আড্ডা দেই তখন মনে মনে ভাবি। কত সুন্দর স্মৃতি তৈরি করে রাখছি আমরা। বিভিন্ন টপিক নিয়ে আপনাদের সাথে গল্প হচ্ছিল।
গল্প করতে করতে আমার চোখ চলে যায় পশ্চিম আকাশে থেকে। প্রকৃতির এই সৌন্দর্যগুলো আমাকে খুব টানে। এরকম প্রকৃতি দেখলেই মনের মাঝে ভালো আপনারা কাজ করে। আগে খুব একটা ক্যামেরা বন্দী করতাম না শুধু উপভোগ করতাম। আমি বেশ অনেক আগে থেকেই প্রকৃতিপ্রেমী। আমার বাংলা ব্লগে কাজ শুরু করার পর থেকে ফোন বের করে ফটোগ্রাফি করা শুরু করি। বেশ ভালোই লাগে ফটোগ্রাফি গুলো ফোন ক্যামেরায় বন্দি করতে। বাস্তবের থেকে ক্যামেরায় আবার আরো বেশি সুন্দর লাগে। তাই ক্যামেরা বন্দি করে রাখি।
গোধূলি বিকেলে এরকম সূর্যের লাল লাল আভা যেন তার সৌন্দর্যকে আকাশ মাঝে বিলিয়ে দেয়। সূর্য যখন পাটে যায় তখন তার এই রক্তেমা বর্ণ মন কেড়ে নেওয়ার মতো সৌন্দর্য দেয়। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। এরকম সুন্দর হয়েছে খুব কম দিন চোখে পড়ে। দেখে মনে হচ্ছে একদম ছবির মত একে আর্ট করা হয়েছে। কত সুন্দর লাগছে তাই না! এরকম ছবির মতো সৌন্দর্য বাস্তব উপভোগ করতে খুব ভালো লাগে।
বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলাম এই রক্তমা বর্ণের সূর্যের দিকে।সূর্যটা পুরো লাল হয়ে গেছিলো।আস্তে আস্তে অস্তে চলে যাচ্ছিল। ঐ রক্তিমা বর্ণের মাঝে সূর্যের বিলিন হয়ে যাওয়াটা আরো বেশি সুন্দর ছিল। ফটোগ্রাফি গুলো অনেক দিন আগেই করেছি। প্রায় বিশ দিন আগে হবে। বেশ কিছুদিন ছাদে যাওয়া হয় না। এরকম সুন্দরের সাথে সময় কাটাতে হলে বাইরের প্রকৃতিতে যাওয়া খুব দরকার।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ৮ জুলাই ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


https://x.com/PurnimaBis34652/status/1952066372294557993?t=b4UriKp4QeBNo8ne1SCF3Q&s=19
https://x.com/PurnimaBis34652/status/1952066727845753332?t=Cy4PARDpXM3mF255_WKafA&s=19
আপনি সবসময় কিন্তু অনেক চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। ঠিক তেমনি ভাবে আজকেও অসাধারণ দেখতে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন। প্রতিটা ফটোগ্রাফি এক কথায় মনোমুগ্ধকর ছিল। এরকম সুন্দর ফটোগ্রাফি দেখলে ইচ্ছে করে এক নজরে তাকিয়ে থাকি। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
গোধূলি বিকেলের একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে সুন্দর ফটোগ্রাফিগুলো দেখে বেশ ভালই লাগছে৷ যেভাবে আপনি এখানে এই চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনার কাছ থেকে চমৎকার ফটোগ্রাফি গুলো দেখলাম৷ তখন এর সৌন্দর্য্য যেরকম আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷ আপনার ফটোগ্রাফির দক্ষতাকেও খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছে।
আজকে আপনি গোধূলি বিকেলের কয়েকটি চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু দেখে অনেক ভালো লাগলো। এবং ফটোগ্রাফি করতে হলে ধৈর্য এবং সময় নিয়ে করতে হয়। এবং বিভিন্ন ধরনের গোধূলি বিকেলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
গোধূলি সন্ধ্যায় সূর্যের রক্তিম বর্ণের ফটোগ্রাফি করেছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই তোমার প্রত্যেকটা ফটোগ্রাফি মাস্টার ক্লাস হয়েছে। এক কথায় দারুন লেগেছে আমার কাছে। তোমার জন্য অনেক শুভকামনা রইল।