নদীর সৌন্দর্য উপভোগ।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১৯ শে জুলাই , শনিবার, ২০২৫ খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
ক্রিয়েটিভিটির পাশাপাশি সুখ দুঃখের বিভিন্ন টপিক আপনাদের সাথে শেয়ার করে নিতে ভালো লাগে। এমনিতে আমি ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করি। তবে ইচ্ছে করলেই দূরে কোথাও যাওয়া হয়ে ওঠেনা। আগে যতটুকু বেড়ানো হতো এখন তো কোথাও বেড়ানোই হয় না। অনেকদিন আগে হরিপুর ব্রিজের নদীর সৌন্দর্য দেখতে গিয়েছিলাম। তখনই কিছু ফটোগ্রাফি করে রেখেছিলাম। সেই ফটোগ্রাফির পাশাপাশি সেখানে কাটানো সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব।
এইতো প্রায় দিন ১৫ হবে। মনটা একদম ভালো লাগছিল না। মাঝে মাঝে ঘুরতে না গেলে কি মন ভালো লাগে বলুন। তাই তো মাঝে মাঝে মন ভালো করার উদ্দেশ্য নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। সেদিন একটু হরিপুর ব্রিজের যাওয়ার শখ হল। তাই আমার এক বান্ধবীর সাথে চলে গেলাম হরিপুর ব্রিজ।
হরিপুর ব্রিজ হল কুষ্টিয়া শহরের মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা। এটি কুষ্টিয়ার গড়াই নদীর উপর দিয়ে একটি ব্রিজ। মন খারাপ থাকলে এসে সময় কাটালে মনটা নিঃসন্দেহে ভালো হয়ে যাবে। জায়গাটা এতটাই সুন্দর যে বারবার গেলেও এর সৌন্দর্য যেন ফুরায় না। এখানে যাওয়ার চাহিদা থেকেই যাই। আমি তো আজকেও ভাবছিলাম একবার হরিপুর ব্রিজে গিয়ে ঘুরে আসব। হরিপুর ব্রিজের সৌন্দর্য উপভোগ না করলে বুঝতে পারা যাবে না কেন এখানে বারবার ছুটে যায়।
আমার মেস থেকে প্রায় ১০ থেকে ১৫ মিনিট মতো লাগে। এটুকু সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায় হরিপুরেতে। এখান থেকে রিক্সায় গেলে ভাড়া একটু বেশি। রিকশা তো সব সময় ভাড়া বেশি নেয়। ৩০ টাকা নেই আবার কখনো কখনো ৫০ টাকাওচেয়ে বসে। যেহেতু আমার মেসির সামনে থেকে অটো পাওয়া যায় না তাই রিকশাতেই দেওয়া হয়। আমি আর আমার বান্ধবী মিলে দুজন বেরিয়ে পড়লাম।
বেরিয়ে পড়লাম উদ্দেশ্যহীন হয়ে। যে হারিয়ে গেলাম এই নদীর সৌন্দর্যে। কেন জানিনা এই বাংলার প্রকৃতির মাঝে আমি সব সময় সুন্দর্য খুঁজে পাই। আমার তো প্রকৃতি খুব ভালো লাগে। কখনো ইচ্ছে করে ওই নদীর মাঝে হারিয়ে যায় আবার কখনো পাহাড় কখনো বা সমুদ্র। সমুদ্র এবং পাহাড় এখনো দেখা হয়নি। তবে ইচ্ছা আছে একদিন ওই সমুদ্রের পাড়ে দাড়িয়ে উপভোগ করব তার ঢেউয়ের সৌন্দর্য আর পাহাড়ের চুড়াই দাঁড়িয়ে উপভোগ করব প্রাণবন্ত হাওয়ার সাথে সৌন্দর্যের মিশ্র। পাহাড়ে তো আর যাওয়া হচ্ছে না তাই নদী দেখে কিছুটা সাধ মিটাই।
সেদিন হরিপুর ব্রিজে গিয়ে বিশেষ কিছু করেছিলাম না। দুজন গিয়ে দাঁড়িয়ে ছিলাম এবং দেখছিলাম সৌন্দর্য। ব্রিজের ওই পাশের রেস্টুরেন্ট তাতে গিয়েও কিছু সময় বসে ছিলাম। শুধু নদীর সৌন্দর্য দেখেছিলাম। টুকটা খাওয়া দাওয়াও করেছিলাম। কিছুক্ষণ দুজন সময় কাটানোর পর মনটা ভালো হয়ে গিয়েছিল।
দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসে। সন্ধ্যার সময় মেঘেরা এবং সন্ধ্যার কালো আকাশ অন্যরকম সৌন্দর্য সৃষ্টি করে। কিছু সময় তা উপভোগ করেই গন্তব্যে ফেরার সিদ্ধান্ত নিলাম। এভাবেই কাটালাম সুন্দর একটি দিন।
ছবির বিবরণ
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ যেভাবে আপনি আজকের এই সৌন্দর্য উপভোগ করার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে বেশ ভালই লাগলো৷ একই সাথে এখানে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আপনার এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এতো চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
https://x.com/PurnimaBis34652/status/1947160542126428263?t=QE07bZft-deMFSm9kLVd3g&s=19
https://x.com/PurnimaBis34652/status/1947161054532026519?t=wL6Mx0NOMCtR9xVZvSakpA&s=19