কয়েকটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ০৯ সেপ্টেম্বর, মঙ্গলবার,২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
ফটোগ্রাফি করাও এক ধরনের ক্রিয়েটিভিটি। আমার ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। অনেক শখের বসেই ফটোগ্রাফি করা হয়। যদিও আমার বাংলা ব্লগে কাজ শুরু করার পর থেকেই ফটোগ্রাফি করার প্রতি আগ্রহ বেড়ে গিয়েছে।কয়েকদিন প্রচন্ড ব্যস্ততার কারণে কোন কিছুই করতে পারছি না। গ্যালারিতে থাকা কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালোই লাগবে। চলুন তাহলে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে জলের মধ্যে প্রকৃতির প্রতিচ্ছবির ফটোগ্রাফি। বাড়িতে গিয়ে এই ফটোগ্রাফিটি করেছিলাম। জলের মধ্যে প্রকৃতির প্রতিচ্ছবি দেখতে অসম্ভব ভালো লাগছে না। ফটোগ্রাফিতে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর লাগছিলো।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে পড়ন্ত বিকেলের ফটোগ্রাফি। এখানে শুধুমাত্র পড়ন্ত বিকেল তুলে ধরা হয়নি। এখানে সবুজ প্রকৃতি বিকেল বেলায় কিভাবে সাজে সেটা তুলে ধরার চেষ্টা করেছে। বাড়িতে গিয়ে যখন খোলা মাঠে গিয়েছিলাম তখন দৃশ্যটি আমার চোখে পড়ে। সবুজ প্রকৃতি যখন সচেতায় ভরে ওঠে তখন দেখে নিজের প্রাণটাও জড়িয়ে যায়। পড়ন্ত বিকেলে সবুজ প্রকৃতি যেন উচ্ছ্বাসিত ছিলো।
ফটোগ্রাফি নং-৩
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে নৌকা এবং নদীর ফটোগ্রাফি। ওই নদীর মাঝে দূরে ভেসে চলছে একটি নৌকা। দূর থেকে দৃশ্যটি দেখে আমার খুব ভালো লেগেছিল। আমার নৌকায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। খুব শীঘ্রই একদিন নৌকা ভ্রমণে বের হব। রেস্টুরেন্ট এর উপর থেকে এরকম দৃশ্য দেখতে পেরে চোখ যেমন শান্তি পাচ্ছিল মনটাও তেমনি স্বস্তিতে ভরে উঠছিল।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে সুনীল আকাশ এবং সাদা মেঘের ফটোগ্রাফি। শরতের আকাশ জুড়ে নীল সাদার খেলা যেন চলতেই থাকে। মাঝে মাঝে দুচোখ দিয়ে যখন এগুলো দেখি ইচ্ছে করে ঐ আকাশের মাঝেই হারিয়ে যায়। আমার কাছে এসব বিষয় অনেক বেশি ভালো লাগে। তাই চেষ্টা করি সব সময় ক্যামেরাবন্দি করে রাখার।
ফটোগ্রাফি নং-৫
আমার এই ফটোগ্রাফিতে রয়েছেন সবুজ ঘাসের কিছু ফটোগ্রাফি। এ সময় মাঠের পর মাঠ তাকালেই দেখা যায় সবুজে সবুজে ভরে আছে।ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন এগুলো হলো সবুজ ধানের গাছ। ফটোগ্রাফিতে দেখতে যতটা শান্তি লাগছে তার থেকেও বেশি শান্তি লাগছিল যখন সামনাসামনি দেখছিলাম।
ফটোগ্রাফি নং-৬
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে চাঁদের ফটোগ্রাফি। চাঁদ পছন্দ করে না এরকম মানুষ খুব কম। প্রত্যেকেই চাঁদের দিকে তাকিয়ে থাকতে ভালোবাসে। চাঁদ যখন আলো ছড়িয়ে দেয় সে সময় যায় না আরো বেশি ভালো লাগে। ফটোগ্রাফিটি কলেজ মাঠ থেকে তুলেছিলাম।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14

