এলোমেলো কিছু আলোকচিত্র।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১৪ই জুলাই , সোমবার , ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
আমি ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করি। প্রত্যেক সপ্তাহে দুইটি থেকে তিনটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ফটোগ্রাফি একটা আর্ট। ফটোগ্রাফির মাধ্যমে প্রাকৃতিক বিভিন্ন সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করে নিতে বেশ ভালো লাগে। আজকে এসেছি বিভিন্ন ধরনের একগুচ্ছ ফটোগ্রাফি নিয়ে। আশা করছি ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। চলুন তাহলে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে নীল আকাশের আলোকচিত্র। শহরের বড় বড় ফ্ল্যাট উঁচু উঁচু বিল্ডিং এর ভিড়ে প্রকৃতির দেখা পাওয়া খুবই মুশকিল। রুমের মধ্যে থেকে আরেক বিল্ডিং এর দেওয়াল ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না। তাই তো মাঝে মাঝে একটু শান্তির খোঁজে একটু প্রকৃতির সাথে সময় কাটাতে ছাদে চলে যাই। বড় বড় ইমারতের ভিড়ে এরকম সুন্দর নীল আকাশ কতটুকু যে শান্তি দেয় তা বাক্যে বোঝানো দায়।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে পড়ন্ত বিকেলের একটি ফটোগ্রাফি। পড়ন্ত বিকেলে সবুজ মাঠের ভিড়ে যখন সূর্য আস্তে আস্তে চলে যায় এ দৃশ্য যেন অপূর্ব এক শান্তির অনুভব জন্ম দেয়। চারিদিকে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসে। আমার কাছে বিকেলের গোধূলি বর্ণটাই বেশি ভালো লাগে। যখন সূর্যটা লাল কিম্বা কমলা বর্ণের হয়ে যায়। আকাশে মেশে থাকে লাল কমলা আভা। সেটাই সব থেকে সুন্দর দৃশ্য সৃষ্টি করে বলে মনে হয়। এটা অনেকদিন আগে আমাদের মাঠ থেকে ক্যাপচার করেছিলাম। সবুজ প্রকৃতি এবং পড়ন্ত বিকেলের অসম্ভব সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি।
ফটোগ্রাফি নং-৩
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে কাঠগোলাপ ফুলের একটি ফটোগ্রাফি। যদিও এখানে ফুলের সম্পূর্ণ অংশ সুন্দরভাবে দেখানো হয়নি। কাঠগোলাপ ফুল আমার মত অনেকেরই প্রিয়।তবে এই গোলাপি রঙের থেকে সাদা রঙের কাঠগোলাপ বেশি সুন্দর লাগে। অধিকাংশ লোক সাদা রংয়ের কাঠগোলাপ পছন্দ করে। সাদা রঙের কাঠগোলাপে রয়েছে অদ্ভুত শান্তি আর মায়ার মিশ্রণ।
ফটোগ্রাফি নং-৪
বৃষ্টির পরে সুন্দর এবং শান্ত আকাশের আলোকচিত্র। বৃষ্টির পরে চারিপাশের প্রকৃতি এবং আকাশ অদ্ভুত রকমের সৌন্দর্যে ভরে ওঠে। গাছপালা গুলো মায়ায় জড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে চির সজীব হয়ে। এতটাই সুন্দর লাগে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এটা হলো কুষ্টিয়া এন এস রোড থেকে তোলা একটি আকাশের ফটোগ্রাফি। রিকশায় চেপে আসার সময় আকাশের দিকে তাকাই অদ্ভুত রকম শান্তি অনুভব হলো। তাই শান্তির এক টুকরো মুহূর্ত আপনাদের সাথে ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করলাম।
ফটোগ্রাফি নং-৫
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে পড়ন্ত বিকেলে মেঘের আলোকচিত্র। এখন আষাঢ় মাস যে কোন সময় আকাশের মেঘের দেখা পাওয়া যায়। মেঘেরা যেন চারিদিকে খেলা করে বেড়ায়। দেখতে অসম্ভব সুন্দর লাগে। মেঘে মেঘে মিলে নানান সময় নানা না আকৃতির কিছু দৃশ্য তৈরি করে যেগুলো দেখলে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। সেদিন সন্ধ্যায় আকাশের দিকে তাকিয়ে এই সুন্দর মেখে মিলনের আলোকচিত্র চোখে পড়ে। অসম্ভব সুন্দর এই মেঘো মিলন ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে হলো তাই শেয়ার করলাম।
ফটোগ্রাফি নং-৬
এটা হল ঝিঙে ফুলের ফটোগ্রাফি। ঝিঙে ফুল আমরা কমবেশি সবাই চিনি। না চিনলেও নাম নিশ্চয়ই জানি। হলুদ বর্ণের ঝিঙে ফুল গুলো দেখতে অফুরন্ত সুন্দরের ভরপুর। অনেকদিন আগে আমাদের মাঠ থেকে ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম। ঝিঙে খেতে আমার বেশ লাগে। ঝিঙে তুলতে গিয়ে এই ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছিলাম।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


https://x.com/PurnimaBis34652/status/1944744320499847447?t=m4a2TR0pbK9uvz2tYvwjgw&s=19
আপনি তো দেখছি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আপনার ফটোগ্রাফি দেখলে সবাই মুগ্ধ হবে বলে আমার মনে হচ্ছে। ফুলের ফটোগ্রাফি দেখলে আমার অনেক ভালো লাগে। পছন্দের ফুলের ফটোগ্রাফি হলে তো কোনো কথাই নেই। অনেক সুন্দর করে আপনি সবগুলো ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
বাহ আপনি তো আজকে দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন আপু।বিশেষ করে নীল আকাশের ফটোগ্রাফি এবং পড়ন্ত বিকেলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
অসাধারণ হয়েছে ফটোগ্রাফি গুলো। আপনি অনেক দক্ষতার সঙ্গে ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে আপু। অনেক ভালো লেগেছে আপু।
আজকে আপনি একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি আপনার এই পোস্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে সুন্দর ফটোগ্রাফিগুলো একের পর এক শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ একই সাথে এখানে সুন্দর ফটোগ্রাফি গুলোর সাথে আপনি খুব সুন্দর বর্ণনাও শেয়ার করেছেন৷ এর মধ্যে আপনি যে কাঠগোলাপ ফুলের সুন্দর ফটোগ্রাফিটি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷
আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে এক নম্বর ও দুই নম্বর ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফিও চমৎকার হয়েছে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।