পড়ন্ত বিকেলের কয়েকটি ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১৬ ই আগস্ট, শনিবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
ফটোগ্রাফি হলো একটি আর্ট। আমি ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিনটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজকে হাজির হয়েছে বেশ কিছু ফটোগ্রাফি নিয়ে। আজকে একটু অন্য কিছু পোস্ট করার ইচ্ছা ছিল কিন্তু সারাদিন উপবাস থাকাই এখন আর ভালো লাগছে না। তাই কয়েকটি ফটোগ্রাফি ছিল সেগুলোই শেয়ার করব। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।
আমার প্রত্যেকটি ফটোগ্রাফি কালকে বিকেলে ক্যাপচার করা। মাঝে মাঝে গোধূলি লগ্ন এত সুন্দর দেখায় যে ফটোগ্রাফি না করে আর পারি না। আমি যেহেতু প্রকৃতিপ্রেমী সেহেতু প্রকৃতির যেকোনো দৃশ্য একটু ভালো লাগলে ক্যামেরা বন্দি করে রাখি। এই অভ্যাস আমার আগাগোড়ায় ছিল তবে এখানে কাজ করার শোভাতে আরও বেশি বেড়ে গিয়েছে। কালকে বিকাল বেলায় সবাই মিলে গল্প করছিলাম।
গল্প করতে করতে হঠাৎ পশ্চিম আকাশে চোখ পড়তে দেখি সূর্য এরকম রক্তিম বর্ণ ধারণ করেছে। কালকে যদি নদীর পাড়ে ঘুরতে যেতা মুহূর্তটা বেশি সুন্দরভাবে উপভোগ করতে পারতাম। আমাদের মেসের সামনে আরেকটা বিল্ডিং রয়েছে। বিল্ডিংটার কারণে আর কয়েকটা গাছের কারণে সূর্যটা ভালোভাবে চোখে পরলো না। কালকে সূর্যটা একটু বেশি তাড়াতাড়ি পশ্চিমে চলে গেল।
সূর্য চোখে না পড়লেও চারিদিকে যে রক্তিম আভা সেটা ভীষণভাবে চোখে পড়ছিল। পুরো পশ্চিম অংশটাই যেন এরকম কমলা হয়ে গিয়েছিল। লাল কমলার সংমিশ্রণ এরকম একটি সুন্দর বর্ণ গোটা পশ্চিম আকাশ ভোরে উঠেছিল। আর চারি পাশে ছিল মেঘের আস্তরণ। মেঘগুলো আস্তে আস্তে উঠছিল বেশ সুন্দর লাগছিল। মাঝে মাঝে প্রাকৃতিক পরিবেশ এতটাই মুগ্ধ করে যে লিখে প্রকাশ করা যায় না।
আমাদের সাথে যেহেতু অনেক নয়নতারা গাছ রয়েছে। আমার আবার ফুলের সাথে ছবি তুলতে বেশ ভালো লাগে। বিশেষ করে ফুলের ছবি। ফুলকে কেন্দ্র করে রক্তিম আকাশে উঠিয়ে বেশ কয়েকটি ছবি ক্যামেরাবন্দি করে নিলাম। চারিপাশের আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম। প্রকৃতিও কিরকম শান্ত হয়ে গিয়েছিল। উপভোগ করতেও বেশ ভালো লাগছিল।
তারপর আপনাদের সাথে বসে গল্প করছিলাম আর ফুলটি বিভিন্ন অ্যাঙ্গেলে রেখে ফটোগ্রাফি করছিলাম। ফটোগ্রাফিতে যে আমার কি নেশা হয়েছে বোঝেনা। সব সময় ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। এভাবে করেই বিকেলের বেশ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করলাম।
এরকম মুহূর্ত যদি নদীর মধ্যে নৌকায় বসে উপভোগ করা যেত তাহলে হয়তো বেশি সুন্দর লাগতো। আবার যেদিন এরকম সুন্দর আকাশ দেখবো সেদিন নদীতে যাব উপভোগ করতে। দেখে মুগ্ধ হওয়ার মত একটি মনোরম দৃশ্য। এই সুন্দর পড়ন্ত বিকেলের কয়েকটি অ্যাঙ্গেলে ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করতে বেরে বেশ ভালো লাগলো।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১৫ ই আগস্ট ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


https://x.com/PurnimaBis34652/status/1956775749807161594?t=X_r4jpMfQ1979BI0t1ZzKA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1956663312571047972?t=ma0K4IMs9BcbUVOz2GcvsA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1956663096921170195?t=QPDsjKQROhq0anPdzGyJzw&s=19
আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার প্রত্যেকটি ফটোগ্রাফির দিকে। খুব যত্ন করে তুলেছেন মনে হচ্ছে প্রত্যেকটি ফটোগ্রাফি। আসলে ভালো ফটোগ্রাফার না হলে এ ধরনের চমৎকার ফটোগ্রাফি করা যায় না। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার ফটোগ্রাফি গুলো সব সময় অনেক বেশি সুন্দর হয়ে থাকে৷ আর আজকে যেভাবে আপনি চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগলো৷ আর আপনি পড়ন্ত বিকেলের সৌন্দর্যকে যেভাবে আপনার এই পোষ্টের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন তা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন৷ একই সাথে এখানে আপনি খুব সুন্দর বর্ণনাও শেয়ার করেছেন৷