বাবার বাড়িতে গিয়ে দারুন বতুয়া শাকের ভিডিওগ্রাফি ধারণ করেছেন। ভিডিওতে তো বতুয়া শাক হাওয়ায় মাথা দোলাচ্ছে দেখতে তো চমৎকার লাগছে। গ্রামে শীতের সময় বতুয়া শাকের দেখা পাওয়া যায়। প্রতিটি খেতে প্রচুর পরিমাণে বতুয়া শাক হয়ে থাকে।আপনার ভিডিওগ্রাফিতে বতুয়া শাক দেখে মনে হচ্ছে কতদিন খাওয়া হয় না। ভিডিওগ্রাফিটি দারুন ভাবে ধারণ করেছেন দিদি। দেখে ভালো লাগলো।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য