চমৎকার কিছু অনু কবিতা শেয়ার করেছেন ভাইয়া। কবিতাগুলো অনু আর কোথায় বেশ বড় কবিতা। যাইহোক ভাইয়া, কবিতাগুলো কিন্তু চমৎকার হয়েছে। সত্যি, এই দুই দিনের দুনিয়া এসেও আমরা স্বার্থ নিয়ে কতটা ব্যস্ত। স্বার্থ ছাড়া যেন কিছুই বুঝি না। দারুন দারুন টপিক নিয়ে কবিতাগুলো লিখেছেন। আবৃতি করে ভালো লাগলো।
আপনাকে ধন্যবাদ