রেসিপিটি দেখি তো লোভ লেগে গেল দিদি। লোভনীয় স্বাদে আলু পটলের কোরমা রেসিপি তৈরি করেছেন। রেসিপিটি দেখতে ভীষণ লোভনীয় লাগছে। আলু পটলের রসা করে খেয়েছি কিন্তু এত সুন্দর ভাবে কোরমা রান্না করে কখনোই খাওয়া হয়নি। আপনার থেকে প্রসেসটি শিখে নিলাম পরবর্তীতে কোন একদিন চেষ্টা করে দেখব। চমৎকার রেসিপিটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ দিদি।
অবশ্যই চেষ্টা করে বানিয়ে খেয়ে দেখবেন আশাকরি আপনার অনেক অনেক ভালো লাগবে।ধন্যবাদ।