সম্পূর্ণ নতুন একটি রেসিপি দেখলাম এবং শিখলাম। প্রথমে দেখে ভেবেছিলাম তাল বড়া হবে। কাঁঠালের যে এত সুন্দর বড়া হয় সেটা আমার আগে জানা ছিল না। দিদি, কিছুদিন আগে পোস্ট করলে মাকে বলতাম তৈরি করে দিতে। এখন তো আর কাঁঠাল নেই। শুধু শুধু লোভ লেগে গেল যে। এখন পাঠিয়ে দেন খেয়ে টেস্ট করে দেখি কেমন খেতে। যাইহোক দিদি, নতুন একটি রেসিপি শেখানোর জন্য ধন্যবাদ।
আহারে সত্যি ভুল হয়েছে আগে রেসিপি টি দিলে খেতে পারতেন। চলে আসেন আমার বাসায় খাওয়াবো।বাজারে এখনো কিনতে পাওয়া যায় কাঠাল। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।