হাঁটতে হাঁটতে আবার গান গাচ্ছিলাম বাহ বেশ ভালো ব্যাপার তো। এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যান জায়গাগুলো ছবিটা দেখতেই তো এত ভালো লাগে না জানি কাজ থেকে দেখতে কত সুন্দর। নাফাখুম জায়গাটা আসলেই সবুজে ঘেরা। এখানে আবার সবুজ জল দেখছি।এই প্রাকৃতিক সৌন্দর্যের ভিড়ে নিশ্চয়ই চমৎকার পাঠিয়েছেন সবাই মিলে। ভালো লাগলো চমৎকার একটি পোস্ট পড়ে।