কিছু কেনাকাটা
আমি @rahimakhatun
from Bangladesh
২৭ই জুন ২০২৫
প্রতিবারের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে শপিং পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি বেশ কিছু আগে রাজশাহী শহরে এসেছি।ভাই এর বাসায়।আমার ভাই এর বাসা থেকে মোটামুটি সবকিছু কাছাকাছি। আর চলাফেরা করে ও বেশ আরাম।কারন সবকিছু কাছাকাছি, আর কোন জ্যাম নেই।
মাঝে মাঝে মনে আমাদের ঢাকা শহরটা যদি রাজশাহীর মত হতো।এমন যদি পুকুর নদী এবং রাস্তাঘাট হতো তাহলে বেশ ভালো হতো।আর না হয় আমাদের বাসাটা ঢাকা না হয়ে রাজশাহী হতো তাহলে বেশ ভালো হতো।
আর যেখানে যাই সেখানেই অট্রো দিয়ে চলাফেরা।আর ভাড়া ও বেশ রিজেনেবল।রাস্তায় হাটতে বেশ ভালো লাগে,কারন গাছবেলা আছে,যদিও গরম একটু বেশি তবুও বেশ ভালোই লাগে।যাই বেশ কয়েকদিন যাবত ভাবছি আড়ং এ যাবো।কিন্তু যাবো যাবো বলে যাওয়া হচ্ছিলো না।
কিন্তু যাবো যাবো করে যাওয়া হচ্ছিলো না এদিকে সেদিক করে।আসলে রাজশাহী আসলে এদিক ঐদিক যাওয়া হয় প্রায় প্রতিদিনই।
আসলে আড়ং এ দাম যেমন বেশি তার তুলনায় কোয়ালিটি যে বেশ ভালো কিন্তু আমার মনে হয় না।তবে একটু ইউনিক কিছু পাওয়া যায় এটাই বেশ ভালো লাগে,তাই আমি মাঝে মাঝে যাই।তবে আমাদের বাসা থেকে বেশ দূরে দূরে শাখা।যেহেতু রাজশাহী এসেছি তাদের বাসা থেকে আড়ং টা কাছাকাছি তাই যাবো ভাবছিলাম।
তারপর আমার ভাবীর সাথে গেলাম। সেখানে গিয়ে বাচ্চার জন্য পছন্দ হলে সাইজ পাওয়া যায় না আবার সাইজ পাওয়া গেলেও পছন্দ হয় না। পরে আর কি পাঞ্জাবি কেনার কথা ছিলো কিন্তু কিনতে পারি নাই, পরে মেয়ের জন্য ড্রেস দেখছিলাম আমার মেয়ের কন্য কিনলাম একটা স্কাট। আর ছেলের জন্য ফতুয়া।
আর ওদের বাবার জন্য একটি ফতুয়া আর আমার জন্য জামা দেখার সাহস পাইনি,কারন এত দামি ড্রেস আমার পড়া হয় না।এরপর আর কি সব কিনে সিরিয়ালে দাড়ালাম প্রেমেন্ট করার জন্য। একজনের পর আমার সিরিয়াল পরে টাকা দিয়ে চলে আসলাম।
ভেবেছিলাম আরো অন্যানো শোরুমে যাবো কিন্ত ঘরে বাবুকে রেখেদিয়েছিলাম,তাই আর দেরি করিনিআজ আর নয় আবার আসবো অন্যকোন দিন অন্য কোন পোষ্ট নিয়ে
ধন্যবাদ সবাইকে
device | Galaxy A-13 |
---|---|
Location | Dhaka |
photograpy | arong |
link | (Source)< > |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
ধন্যবাদ @rahimakhatun,
আপনার আজকের শপিং পোস্টটি খুবই চমৎকার হয়েছে! রাজশাহীর আড়ং-এর কেনাকাটার অভিজ্ঞতা এবং সেখানকার পরিবেশের বর্ণনা মুগ্ধ করেছে। বিশেষ করে, বাচ্চাদের জন্য কেনাকাটা করার সময় সাইজ এবং পছন্দের বিষয়গুলো নিয়ে যে মজার অভিজ্ঞতার কথা বলেছেন, সেটি খুবই relatable ছিল।
ঢাকার সাথে রাজশাহীর তুলনা এবং সেখানকার জীবনযাত্রার স্বাচ্ছন্দ্যের কথা জেনে ভালো লাগলো। আপনার আন্তরিক উপস্থাপনা এবং সুন্দর ছবিগুলো পোস্টটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
এই ধরনের শপিং পোস্টগুলো অন্যদের জন্য আইডিয়া এবং অনুপ্রেরণা হতে পারে। আপনার পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা রইলাম। আপনার অন্যান্য শপিং অভিজ্ঞতাগুলোও আমাদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।
ঠিক বলেছেন আপু আড়ং এর জিনিস এর দাম কিন্তু দাম তুলনায় তেমন ভালো নয়।তবে বেশ কিছু ইউনিক পাওয়া যায়। যাইহোক আপনারা বেশ ভালোই কেনাকাটা করেছেন। নিশ্চয় বেশ ভালো কেনাকাটা করেছেন।ধন্যবাদ আপনাকে।