আমার করা কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগyesterday

আমি @rahimakhatun
from Bangladesh

২৪ ই ভাদ্র ১৪৩২

৮ ই সেপ্টম্বর ২০২৫


এখন ষড়ঋতুর বর্ষাকাল ।

1000003431.jpg

প্রতিবারের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমার করা কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো।ফটোগ্রাফি হলো এক ধরনের শিল্পকলা এবং অভিব্যক্তির মাধ্যম, যেখানে আলো, ছায়া, রঙ এবং ফ্রেমের সমন্বয়ে কোনো মুহূর্তকে চিরস্থায়ীভাবে ধরে রাখা যায়। ক্যামেরার ক্লিকের মাধ্যমে আমরা শুধু ছবি তুলি না, বরং স্মৃতি, অনুভূতি আর গল্পকেও বন্দি করি।

আধুনিক যুগে ফটোগ্রাফি শুধুই পেশা নয়, অনেকের কাছে এটি শখ এবং ভালোবাসার জায়গা। ভ্রমণ, প্রকৃতি, মানুষ, অনুষ্ঠান বা দৈনন্দিন জীবনের খুঁটিনাটি—সবকিছুই ফটোগ্রাফির বিষয় হতে পারে। একটি ভালো ছবি অনেক সময় কথার থেকেও বেশি কিছু প্রকাশ করতে পারে।

আজকাল ডিজিটাল ক্যামেরা ও স্মার্টফোনের কারণে ফটোগ্রাফি সহজ হয়ে গেছে। তবে সত্যিকারের ভালো ফটোগ্রাফির জন্য প্রয়োজন দৃষ্টি, ধৈর্য এবং সৃজনশীলতা।
কথা না বারিয়ে যাওয়া যাক মূল আয়োজনে।

1000003432.jpg

এটি একটি আধুনিক শহরের মডেল।যেখানে রাস্তাঘাট ও বড় বড় বিল্ডিং এর পাশাপাশি অনেক অনেক গাছপালা থাকবে।স্কুল কলেজও রয়েছে।সত্যি সত্যি এমন পরিবেশ হলে দেখতে বেশ,ভালোই লাগবে।

1000003434.jpg

1000003433.jpg

এটা একটি ফুয়ারার মত ছিলো কিন্তু আমরা যখন গিয়েছিলাম পুরোপুরি ঠিক করা হয়নি।কিছু পাথর ও রয়েছে।

1000003435.jpg

এখানে রয়েছে অনেক গাছ। একটা গাছ জুরে লাইট লাগানো। দেখতে বেশ ভালোই লাগবে রাতের বেলা হয়তো।সবুজে সবুজে অরন্য।পাশে একটি কাঠের ব্রিজ ছিলো যদিও ছবিতে ভালোভাবে আসেনি।

1000003436.jpg

এই ফুলটা মোটামুটি সকলেই চিনেন,এটার নাম এডোনিয়াম।বিভিন্ন কালারের হয়ে থাকে, দেখতে বেশ সুন্দর। বিশেষ করে লাল কালারটা বেশি সুন্দর হয়।

1000001987.jpg

এই ফুল সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, এটা হচ্ছে জারবেরা ফুল।অনেক গুলো কালার হয়।বিদেশি ফুল দেখতে সুন্দর তবে তেমন কোন ঘ্রান নেই বললেই চলে।

যাই হোক ,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy flowers
linklocation

Sort:  
 yesterday 

আপু আপনি দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আমার কাছে এরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 yesterday 

আপনার করা ফটোগ্রাফি দেখে তো মনে হচ্ছে আমি নতুন নতুন দৃশ্যকে উপভোগ করছি। প্রত্যেকটা ফটোগ্রাফির নিচে বর্ণনা গুলো পড়ে অত্যন্ত ভালো লাগলো। আশা করি আগামীতেও আমাদের মাঝে এরকম পোস্ট শেয়ার করবেন।

 7 hours ago 

বাহ আপনি তো সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমার কাছে খুব ভালো লাগলো। তবে আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ ধৈর্য ধরে চমৎকার কিছু ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য।