বাসায় যখন পুরো পরিবার অসুস্থ থাকে।
আমি @rahimakhatun
from Bangladesh
১২ ই সেপ্টম্বর ২০২৫
|
---|
বাসার সবাই অনেক অসুস্থ। এমন অসুস্থ কেউ উঠে দাড়াতে পারছে না একা একা।এদের সাথে আমারও একই অবস্হা।প্রথমে আমার মেয়েটা অসুস্থ হলো গত পরশো থেকে অনাবরত কান্না আর কান্না।পরে দেখি প্রচুর জ্বর।মাথা তুলে রাখতে পারছে না সাথে দাড়াতেও না।ঔষধ ও খাওয়াতে পারছি না জোর করে খাওয়ালে বমি করে ফেলে দেয়।আর মাথা ও অনেক গরম।সারাক্ষণ আমার সাথে সাথে।
কারো কোলেও যাচ্ছে না।যাই হোক মনে মনে ভাবছি ভাইরাল ফিভার।কারন ঠান্ডা নেই তবে মনে হয় অনেক শরীর ব্যথা কারন কোলে তেমন থাকতে চাচ্ছে না শুধু বলছে শুয়ে থাকবে আমি পাশে থাকবো।যাই হোক পরে দেখি বিকেল থেকে ছেলেও ঘ্যান ঘ্যান করছে।পরে রাতে অনেক জ্বর সাথে শুকনো কাশিও।এরও পুরো শরীর ব্যথা সাথে বলছে মাথা ব্যথা করছে।আর হাঁটতে পারছে না।
কাল থেকে দেখি পুরো শরীরলে লাল লাল কি যেন।পরে ভাইকে জানালাম পরে বললো রক্ত টেস্ট করতে কিন্তু ছেলে ও আগ থেকেই বলছে সে হাঁটতে পারবে না।তার পায়ে প্রচুর ব্যথা সাথে দেখলাম বমি আছে খাওয়ার ও অরুচি।এমন কি পানি কিংবা ডাব ও খাওয়াতে পারছি না।
যাই হোক কাল সন্ধ্যা থেকে দেখি আমার অবস্থা ও তেমন ভালো না পুরো শরীরের জয়েন্ট জয়েন্টে ব্যথা।ব্যথা মানি প্রচন্ড ব্যথা আমি রীতিমতো হাঁটতে পারছি না পা ভাজ করতে পারছি না এমন কি আমি এদিক ঔদিক কাথ হতে পারছি না।আমার এমন ব্যথা আর কখনই হয়নি। এর মাঝে দুইছেলে মেয়েকে দেখা কি যেে একটা অবস্থা। এরপর শুনি ওর বাবা অফিস এসে বলছে উনার ও জ্বর আর পুরো শরীর ব্যথা।
তার এমন অবস্থা সে অফিস থেকে এসে একা একা ওয়াসরুমেও যেতে পারছে না।এমন অবস্থা আমাদের কারো হয়নি একসাথে। হয়তো আগে পরে অসুস্থ হয়েছি এমনভাবে অসুস্থ কখনই হয়নি।
কে কাকে দেখবে কাল দুটি প্যারাসিটামল এবং স্টোয়েড খেয়েও ব্যথা কমে না।এতটুকুই আমরা সহ্য করতে পারছি না হাসপাতালে এরচেয়ে কত কত মানুষ এর চেয়ে খারাপ অবস্থায় আছে।আমরা বড় মানুষ হয়েও এমন লাগছে ছোট ছোট বাচ্চাগুলোর কি যে একটা খারাপ অবস্থা। আসলে সুস্থ্যতা সৃষ্টি কর্তার অনেক বড় নেয়ামত। এই নেয়ামতের সারাবছর শোকরিয়া আদায় করলেও পূরন হবে না।অথচ আমরা কোথায় পূরন করি।
অসুস্থ হলে সৃষ্টিকর্তাকে ডাকি আবার সুস্থ হলে ভুলে যাই। যাই হোক যে যার অবস্থা থেকে শোকরিয়া আদায় করা উচিত।
চারপাশে মোটামুটি সকলেই অসুস্থ। সকলেরই নিজের এবং বাচ্চা দের প্রতি যত্ন নেওয়া।অসুস্থতার কারনে অনেক বেশি লিখতে পারিনি তবে চেষ্টা করেছি। ভুল হলে নিজ গুনে ক্ষমা করে দিবেন।
p>যাই হোক ,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।দেখা যাক কি হয় সামনে