ছোট জামাতে ফুল আঁকা।

in আমার বাংলা ব্লগ2 months ago

আমি @rahimakhatun
from Bangladesh

২৪ আষাঢ় ১৪৩২

৭ জুলাই ২০২৫


এখন ষড়ঋতুর বর্ষাকাল ।

মনে মনে ভাবছিলাম আজ একটা পোস্ট করবো কিন্তু কোন ভাবেই সময় করে উঠতে পারছিলাম না।আসলে ঘরে ছোট বাচ্চা থাকলে যা হয় ঘুমে থাকতে কাজ শেষ করার চিন্তা করি কিন্তু কাজ শেষ হওয়ার আগেই উঠে পরে।

যাই হোক প্রতিবারেই মত আজ একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে একটা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।

বেশ কয়েকদিন আগে মেয়ের জন্য এক কালারের একটি জামা বানিয়ে ছিলাম বেশ সখ করে।তারপর ভাবলাম জামাটা নিজের হাতে নকশা করে সুতার কাজ করবো।আসলে হাতের কাজ অল্প করে করলে তাড়াতাড়ি শেষ হয় দেখতে ও ভালোই লাগে।আমার অনেক কাজ করতে ভালো লাগে না।

যাই হোক একেঁ কাজ করতে নিব তখনই আমার ভাইয়ের মেয়ে দেখেছে এখন তো তাকে এমন করে কাজ করে দিতে হবে সব মিলিয়ে আমার অবস্থা বেশ টাইট। যাই হোক চলেন তাহলে দেখে আসি।

ae2950a1-26c7-47ab-b2d4-a43a154d314a.jpg

2be960e0-3a96-4de7-9e5e-f9edbe933f9a.jpg

এক নজরে দেখে নেই সবগুলা উপকরণ

9bdb21c4-85f1-49c8-8e7b-4e16e089da97.jpg

উপকরণঃ
🔺 জামা 🔺 পেন 🔺
প্রস্তুত প্রণালী


১ম ধাপ

WhatsApp Image 2025-07-07 at 22.01.29.jpeg

প্রথমে ফুল এঁকে নিব।

২য় ধাপ

WhatsApp Image 2025-07-07 at 22.01.29 (1).jpeg

লতা পাতা এঁকে নিব।

৩য় ধাপ

WhatsApp Image 2025-07-07 at 22.01.34.jpeg

ফুল ও লতা পাতা এঁকে নিব।

৪র্থ ধাপ

WhatsApp Image 2025-07-07 at 22.01.35.jpeg

এঁকে নিব।

৫ম ধাপ

WhatsApp Image 2025-07-07 at 22.01.35 (3).jpeg

আমার পুরোপুরি আঁকা শেষ।

৬ষ্ঠ ধাপ

WhatsApp Image 2025-07-07 at 22.01.31.jpeg

একটু সেলাই করে দেখিয়ে দিব।

WhatsApp Image 2025-07-07 at 22.01.34 (2).jpeg

এমন করে পুরোটুকু সেলাই করে নিব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো পোস্ট নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka
Photograpy design

Sort:  
 2 months ago 

এই ধরনের হাতের কাজগুলো দেখতে বেশ ভালই লাগে। এবং জামার মধ্যে করলে ওই জামা গুলো পড়তো আনন্দ লাগে। সুতার কম্বিনেশন টা আমার কাছে খুব ভালো লেগেছে। নিজের হাতে কোন কাজ করার আনন্দই আলাদা। ভালো লাগলো আপনার এই হাতের কাজগুলো দেখে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

হাতের কাজের ডিজাইন গুলো দেখতে অনেক ভালো লাগে। আর অনেক সুন্দর করে ডিজাইনটি করেছেন। দেখতেও খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে আপু।

 2 months ago 

দক্ষতার সাথে হাতের কাজগুলো করতে পারলে সবকিছুর সৌন্দর্য বেড়ে যায়। বিশেষ করে পোশাকের সৌন্দর্য আরো বেড়ে যায়। অসাধারণ একটি হাতের কাজ শেয়ার করেছেন আপু।