ছোট বেলায় যখন পরীক্ষা শেষ হতো,তখন আমরা ফ্রেন্ডরা এই রকম চড়ুইভাতি করতাম। তবে আমাদের এখানে এটাকে ঝোলাপাতিল বলা হত।বেশ মজা হতো।আমাদের এখানে মাটির চুলা ছিলো না, আমরা ইট দিয়ে চুলা বানিয়ে রান্না করতাম।বিভিন্ন জায়গা থেকে শাক তুলে আনতাম🤣🤣।আপনার পোস্ট পড়ে বেশ ভালো লাগলো,পুরোনো দিনের কথা মনে পড়ে গেলো।চড়ুই বাতির খাবার গুলো বেশ মজা লাগতো।
আসলেই রান্না যেমনই হোক, খেতে অনেক মজা লাগত।আমরাও তো শাক,লাকড়ি এগুলো কুড়াতাম। কত সুন্দর ছিল সেই দিন গুলো।