You are viewing a single comment's thread from:

RE: আমার অনুভূতির কবিতা-।।“দাম্পত্য জীবন”।।@amarbanglablog

in আমার বাংলা ব্লগ3 years ago

কথাগুলো বেশ ভালো লিখেছেন।দাম্পত্য জীবন হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। এখানে থাকে ভালো লাগা মন্দ লাগা সব,তারপরও একসাথে একই ছাদের নিচে বসবাস করে।তবে কয়জনই বা টিকিয়ে রাখতে পারে।যাই হোক আপনার কবিতা বেশ ভালো লিখে লিখছেন।

এভাবে কেটে যায় একে একে বছর গুলো
গড়িয়ে যায় জীবনের গতি গুলো কেমনে
রাগে-অনুরাগে একই লক্ষ্যে চলা দুজনে।

মিল-অমিল এসে জোড়া লাগে একই বন্ধনে
বসন্ত জাগে তখন ঐ দাম্পত্য জীবনে।
আরো বেশি আনন্দ আর সুখ আসুক
প্রাণের সাথে প্রাণের,মনের সাথে মনের
চিরকাল এই বন্ধন টিকে থাকুক।

ভালো ছিলো লাইনগুলো।ধন্যবাদ

Sort:  
 3 years ago 

ঠিক বলছেন আপু আসলে দাম্পত্য জীবন টিকিয়ে রাখার জন্য অনেক ধৈর্যশীল এবং সহমর্মিতা প্রয়োজন হয়।