শীতকালে চমক একমাত্র ব্যাডমিন্টন||

in আমার বাংলা ব্লগlast year
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।


badminton-1428046_1280.jpg

ছবির উৎস

ব্যাডমিন্টন একটি জনপ্রিয় খেলা।বিশেষ করে এখন যেই ঋতুটা রয়েছে শীতকাল এই সময়টাতে ব্যাডমিন্টন খেলাগুলো সর্বত্র দেখতে পাওয়া যায়।অর্থাৎ সময় উপযোগী একটি ক্রিয়া ব্যাডমিন্টন।শীতকালের সবচেয়ে ভালো লাগার একটি বিষয় এটাই আমার মনে হয়।কেননা শীতকাল হয়তো একটু মধ্যবিত্ত,উচ্চবিত্তদের জন্য আনন্দের একটি ঋতু ।কিন্তু নিম্নবিত্ত যারা রয়েছেন এবং যাদের বসবাস একটু খোলামেলা স্থানে তারাই জানেন শীতকাল টা কতটা কষ্টের।

আমাদের নিজেদের অবস্থান নিয়ে আমরা অনেকেই অসন্তুষ্ট থাকি ।আমিও এক্ষেত্রে ব্যতিক্রম নই।কিন্তু সৃষ্টিকর্তা চাইলে আমাদের আরো খারাপ অবস্থানের মধ্যে দিয়ে হয়তো যেতে হতো।যাইহোক, যে যেই অবস্থায় থাকিনা আমাদের সবারই শুকরিয়া আদায় করা উচিত।কেননা মানুষের জীবন যেমন অস্থায়ী ভাগ্যটাও ঠিক তেমনি অস্থায়ী।হঠাৎ ভালো সময় আবার খারাপ সময় এসে জীবন পরিবর্তন হয়ে যেতে পারে।

আমার বেশ পছন্দের এই ব্যাডমিন্টন খেলাটি।যদিও আমি খুব একটা ভালো পারিনা ।কোনো খেলাধুলায় আমার সেইভাবে পারদর্শিতা ছিলনা কখনোই।তারপরেও ভালো লাগার একটি খেলা আমার এটা বলা যায়।এই খেলাটি আমার কয়েকবছর আগে একটু খেলার সুযোগ হয়েছিল অর্থাৎ ওই করোনার সময়টাতে।আমরা যেই বাসায় থাকতাম ওখানে বেশ বড় একটি মাঠ ছিল।তো আমি আমার ভাই, বোন আরো বাড়ীওয়ালার বাসায় থাকতো এক মেয়ে সবাই মিলে বেশ আনন্দ করে বিকেলের দিকে ব্যাডমিন্টন খেলা হতো।আমার ওই সময়টাতে প্রথম খেলার সুযোগ হয়েছিল এই খেলাটি তাই প্রথম দিকে একেবারেই পারতাম না। পরে কিছুদিন প্রাকটিস করতে করতে শিখে গিয়েছিলাম।

বর্তমান যেই বাসায় থাকি এখানে ব্যাডমিন্টন খেলার সুযোগ নেই।আশেপাশে কোনো মাঠ ও নেই।আমাদের মেয়েদের তো আর বাসা থেকে দূরে গিয়ে খেলা সম্ভব হয়ে ওঠেনা।তবে আমার ভাই প্রতিদিন খেলতে চলে যায় মাঠে একটি নিদ্দিষ্ট টাইম করে।তো সেদিন ভাই বিকেলের দিকে ব্যাডমিন্টন খেলতে যাচ্ছিল তখন ইচ্ছে হচ্ছিল সেই আগের সময়টাও যদি ফিরে পেতাম তাহলে ব্যাডমিন্টন তো অন্তত খেলতে পারতাম।এইটাই আসলে বাসায় বাসায় থাকার একটা সমস্যা।এক জায়গা থেকে আর এক জায়গায় গেলে পূর্বের জায়গাটা মিস করতে হয়।মানুষের জীবনটা সময় ভেদে পরিবর্তনশীল আসলেই।


ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date- 30th January,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

শীতকালীন সময়ে জন্য পারফেক্ট একটি খেলা হল ব্যাডমিন্টন। এই বছর কয়েকদিন খেলেছি প্রচন্ড শীতে এই ধরনের ব্যাডমিন্টন খেলা গ্রামের শহরে দেখতে পাওয়া যায়। তাছাড়া খেলাধুলা শরীরের জন্য খুবই ভালো । আপনার ব্যাডমিন্টন খেলা খুবই পছন্দের সেটা জেনে ভালো লাগলো। এই ব্যাডমিন্টন খেলা নিয়ে একটা দুর্ঘটনার স্বীকার হয়েছিলাম গল্পের মাধ্যমে শেয়ার করব।

Posted using SteemPro Mobile

 last year 

কি দুর্ঘটনা ঘটেছিল ভাইয়া,পোস্টটির অপেক্ষায় রইলাম।ধন্যবাদ আপনাকে।

 last year (edited)

ব্যাডমিন্টন খেলা এমন একটি খেলা যেটি বেশিরভাগই শীতকালে খেলা হয়। আর এই খেলায় প্রচুর পরিশ্রম তাই গরমের দিনে খেলা সম্ভব হয়ে ওঠে না। তবে এটা ঠিক বলেছেন মেয়ে হওয়াতে আপনারা যেখানে সেখানে ব্যাডমিন্টন খেলতে পারবেন না। ছেলেরা বা আপনার ভাই যেমন যখন তখন খেলতে বের হয়ে যেতে পারে, সেটা হয়তো মেয়েদের ক্ষেত্রে সম্ভব নয়। তবে এটা ঠিক শীতকালের একদম মজার একটি চমক হল ব্যাডমিন্টন খেলা। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 last year 

ব্যাডমিন্টন খেলতে আমার ও ভীষণ পছন্দের একটি খেলা। শীতের সময় জনপ্রিয় যদি কোন খেলা থাকে। আমি মনে করি সেইটা হচ্ছে ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন খেললে যেমন শীত কেটে যায়। তেমনি খেলতে ও অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

জি শীতকালের একটি জনপ্রিয় খেলা এটি,ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

পৃথিবীর কোন মানুষই নিজের অবস্থান নিয়ে সুখী নয় আপু। সবাই চায় যে আরো একটু ভালো কিছু হওয়ার। তবে এই কথাটা একদম সত্যি, যে শীতকাল নিম্নবিত্ত বা গরীব মানুষের জন্য অনেক বেশি কষ্টের। যাইহোক, আমারও কিন্তু ব্যাডমিন্টন অনেক পছন্দের একটা খেলা ছিল, তবে এখন সময় হয় না খেলার। আপনি বাসা পরিবর্তন করার পরে সেরকম করে আর ব্যাডমিন্টন খেলতে পারছেন না, জেনে খারাপ লাগলো। নতুন জায়গায় গেলে এরকম ব্যাপার হয়। অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়।

 last year 

জি ভাইয়া একদম ঠিক বলেছেন,মানুষ নিজের অবস্থান নিয়ে খুশি না পৃথিবীতে,ধন্যবাদ আপনাকে।

 last year 

তবে আপু মানুষের উচিত তাদের নিজেদের অবস্থানে খুশি থাকা। নিজেদের অবস্থানে কেউ খুশি না থাকলে, সারা জীবন তাকে দুঃখী হয়েই থাকতে হবে।