বাহ্ আপনি দারুন একটি পোস্ট করেছেন।আমাদের সমাজে তিন শ্রেনীর লোক রয়েছে যারা একটু বৃত্তবান তারা কখনোই মানুষকে মানুষ মনে করেন না।এগুলো সেই প্রাচীন আমল থেকেই হয়ে আসছে।অথচ সৃষ্টিকর্তা এই সম্পদ দিয়েছেন শুধু মানুষকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে।বাস্তবিক একটি পোস্ট ছিল,ধন্যবাদ আপনাকে।