আসলেই দাদা হলিতে রং না মাখলে কি হয়।হলি উৎসব একটি বড় উৎসব।অনেক বছর ধরে এই উৎসব পালন করে আসছেন হিন্দু ধর্মাবলম্বীরা।এটা কিন্তু ঠিক বলেছেন দাদা হলিতে স্কুল কলেজের ছেলে মেয়েরা আনন্দ বেশি করে থাকে।আপনি দুই তিন বছর রং মাখেন না।এবার আপনার বোন আগে এসেই আবির দিয়ে দিয়েছিল।কিন্তু এলার্জির সমস্যার জন্য একটু খারাপ লেগেছিল আপনার।সবাই মিলে বাসার সাদে বেশ আনন্দ করেছিলেন।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।