আপু আপনার আজকের লেখাটি আমার অনেক ভালো লেগেছে।আপনার সাথে আমিও একমত।কেননা এসকল বাচ্চারা আসলেই টাকা নিয়ে হয়তো কাউকে দেয় বা নেশা করে থাকে।তাদের খাবার কিনে দেওয়াটাই বেটার আমিও তাই মনে করি।আপনি যেমন বিরিয়ানি কিনে দিয়েছিলেন ছেলেটিকে।আসলে ঠিকই আপু আমরা একটু ক্ষুধা লাগলেই কেমন করি আর ওরা দিনের পর দিন পেট পুরে খেতে পারেনা।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ওটা ভেবেই খারাপ লাগে। কিন্তু আবার এটাও দেখতেও খারাপ লাগে যে এতো ছোট ছোট বাচ্চাগুলো নেশা করছে।