আপনার কথা গুলো একদম যৌক্তিক আপু।একজন মানুষ অনেক মেধাবী হওয়া সত্বেও,জীবনে খুব একটা উন্নতি না করার কারণই অন্যের কথায় কান দেওয়া।আর এই অন্যের কথা গুলো খেয়াল করতে গেলেই মানুষ তার লক্ষ্য থেকে বেরিয়ে আসেন।এটা ঠিক বলেছেন একদম,একজনের ভালো অন্য কেউ দেখতে পারেনা কখনও,এটা মাথায় সেট করে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে আমাদের।অনেক ভালো লিখেছেন আপু পোস্টটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আসলে সব সময় অন্যের কথা ধরতে গেলে এমনটাই হয়।