আসলেই আপু যার এলার্জি রয়েছে তার আর আলাদা শত্রুর দরকার পড়ে না।ঠিক বললেন এটা রাতেই দেখা যায় বেশি যখন ঘুমের টাইম হয় আরকি।আর এলার্জির কারণ লাগেনা হুটহাট করেই আগমণ করেন তারা।আপনার অবস্থাটা বুঝতে পেরেছি বেশ কষ্টের ছিল সেই মুহূর্ত টা আপনার জন্য,ধন্যবাদ আপনাকে আপু পোস্টটি শেয়ার করার জন্য।