টাকার কাছে সবকিছু হেরে যায়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে টাকার কাছে সবকিছু হেরে যায় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


arm-wrestling-567950_1280.jpg



লিংক


এই পৃথিবীটা একমাত্র তাদেরই যাদের কাছে প্রচুর পরিমাণ টাকা আছে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এখন টাকার কাছে কিন্তু মানুষ সবসময় ছোট হয়ে যায়। অর্থাৎ একটা মানুষ যদি যতই অন্যায় করুক না কেন তারা কিন্তু টাকার জন্য সব সময় বেঁচে যায়। আসলে এখন টাকা যার দুনিয়া কিন্তু তার। মানুষ এখন প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায় শুধুমাত্র টাকা উপার্জনের জন্য। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি সারা জীবন শুধুমাত্র টাকা উপার্জনের জন্য দিনটা পরিশ্রম করতে থাকি তাহলে কিন্তু আমরা জীবনে একটুও কখনো শান্তি উপভোগ করতে পারবো না। অর্থাৎ আমরা আমাদের পরিবারের মানুষগুলোকে কখনো সময় দিতে পারবো না এই টাকা উপার্জন করতে করতে।


একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে মানুষের যতটুকু প্রয়োজন তারা শুধুমাত্র ততটুকু যদি উপার্জন করতে পারে তাহলে সেই মানুষগুলো সব থেকে বেশি সুখে শান্তিতে বসবাস করে। অর্থাৎ আপনার কাছে যতটুকু চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী আপনি যদি কাজ করে সেই চাহিদা পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনি এবং আপনার পরিবারের লোকজন সবাই একটা ভালো সময় কাটাতে পারবেন। আসলে মানুষ এখন বিভিন্ন ধরনের অন্যায় কাজ করতে কখনো ভয় পায় না। একটা জিনিস আমরা সবাই খেয়াল করে দেখেছি যে একটা সাধারণ মানুষ যদি কোন বড় ধরনের অন্যায় করে তাহলে কিন্তু তারা অনেক বেশি শাস্তি পায় তাদের সেই অন্যায় কাজ করার জন্য। কিন্তু ধনী ব্যক্তিদের ক্ষেত্রে এর উল্টো হয়।


অর্থাৎ ধনী ব্যক্তিরা যতই অন্যায় কাজ করুক না কেন তারা কিন্তু সেই সাধারণ মানুষের মতো কখনো শাস্তি পেতে হয় না। অর্থাৎ তারা সব সময় টাকা দিয়ে বিভিন্ন অন্যায় কাজের শাস্তি থেকে সব সময় বেরিয়ে আসতে পারে। আমরা সবাই জানি যে এই পৃথিবীতে আইন কিন্তু সবার ক্ষেত্রে সমান। কিন্তু আমরা বর্তমান সময়ে এই জিনিসটা আর কখনো লক্ষ্য করতে পারি না। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে যে মানুষগুলো সব সময় প্রতিনিয়ত সৎ ভাবে চলার চেষ্টা করে এবং মানুষের উপকার করার চেষ্টা করে তাদেরকে কিন্তু আপনি কখনো টাকা দিয়ে লোভ দেখিয়ে খারাপ পথে নিয়ে আসতে পারবেন না। কেননা তারা কখনো তাদের নিজেদের মনুষ্যত্বকে টাকার কাছে নত করতে চায় না।


আর এই জন্য আমরা কখনো শুধুমাত্র টাকার পিছনে ছুটে বেড়াবো না। আসলে আমরা যদি এই প্রকৃতির সবকিছু উপভোগ করতে চাই তাহলে কিন্তু আমাদের সবকিছুর সাথে মেলামেশার অবশ্যই দরকার রয়েছে। একটা জিনিস আপনারা সব সময় খেয়াল করে দেখেছেন যে এই পৃথিবীতে যারা সব সময় টাকার পিছনে ছুটে বেড়ায় তাদের কিন্তু কোন বন্ধুবান্ধব থাকে না। এই পৃথিবীতে আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধবদের কিন্তু অনেক বেশি দরকার। একমাত্র তারাই আমাদের বিপদের সময় সর্বপ্রথম এগিয়ে আসে এবং আমাদের সেই বিপদ থেকে রক্ষা করে। কিছু কিছু সময় কিন্তু আমাদের জীবনে টাকার কোন প্রয়োজন হয় না। তখন প্রয়োজন হয় শুধুমাত্র পাশের মানুষগুলোর জন্য। এজন্য পৃথিবীর সবকিছু টাকার কাছে হেরে গেলেও মানুষের মনুষত্ব কখনো টাকার পিছনে হেরে যায় না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।