দ্বিগুণ হয়ে ফিরে আসে!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের মধ্যে কিছু কিছু মানুষের মন মানসিকতা এমন রয়েছে। যারা আসলে সব সময় অন্যকে কষ্ট দিতে সবচেয়ে বেশি পছন্দ করে কিংবা এমন অনেক মানুষ দেখবেন যার হয়তো অনেক রয়েছে অর্থাৎ তার হয়তো অন্য মানুষ থেকে কেড়ে খাওয়ার কিংবা অন্য মানুষকে জুলুম করে খাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু তা ও দেখবেন যে তারা আসলে অন্যের কাছ থেকে জুলুম করে এবং কেড়ে নিয়ে খেতে সবচেয়ে বেশি পছন্দ করে। অর্থাৎ তাদের মধ্যে এমন একটি মনোভাব রয়েছে যে মানুষকে যেভাবেই হোক এবং যে কোনো মূল্যই হোক মানুষকে কষ্ট দিতে হবে।

আসলে এটা আমরা কখনোই ভেবে দেখি না যে, আমরা যখন একটি মানুষকে কষ্ট দিচ্ছি। সেটা হোক নিজের জানাতে কিংবা নিজের অজান্তে সেটা কিন্তু সৃষ্টিকর্তা অবশ্যই দেখছেন। অর্থাৎ আমি কোনো খারাপ কাজ করছি। আমি কোনো মানুষকে কষ্ট দিচ্ছি। সেটা অন্য কেউ দেখছে না। কিন্তু আমি অন্যদের কাছ থেকে ব্যাপারটি লুকিয়ে করছি। কিন্তু তার বিপরীতে সেটা কিন্তু সৃষ্টিকর্তা অবশ্যই দেখছেন এবং এটা আমরা মানি কিংবা না মানি। সৃষ্টিকর্তা কিন্তু সবকিছু হিসেবে বরাবর আমাদের ফিরিয়ে দেন। সে সাথে ঠিক ঠিক বিচার তিনি করেন। অর্থাৎ কখনোই কিন্তু কোনো কিছু তিনি ভুলে যান না।

এখন আমরা যখন আসলে অন্য মানুষকে কষ্ট দেই কিংবা অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করি। তখন কিন্তু সেই ক্ষতি কিংবা সেই খারাপ কাজের বিচার আমাদের কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসে এবং সবচেয়ে কষ্টের ব্যাপার হলো আমরা আবার বেশিরভাগ মানুষ এই ব্যাপারটি বুঝতেও পারি না যে আমাদের কাছে কষ্টটি দ্বিগুণ হয়ে ফিরে আসছে সেটা এবং সে কারণেই আসলে আমরা আরও বেশি খারাপ কাজ করি।আর এটা আমরা গুনাহ করেও টের পাই না যে, এই খারাপ কাজের কারণে আমাদের কাছেই সেই খারাপ পরিস্থিতি গুলো আরো দ্বিগুণভাবে ফিরে আসছে। আর এটা যদি আমরা খুব দ্রুত বুঝে যাই। তাহলে আসলে আমরাই খারাপ কাজগুলো থেকে যেমন দূরে থাকতে পারবো। ঠিক একইভাবে আমরা এই খারাপ কাজগুলোর জন্য জীবন শাস্তিও পাবো না।

ABB.gif