নিজের নিরাপত্তা নিশ্চিত করি

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

বর্তমানে আমাদের সমাজে এমন একটি পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। যেটা নিয়ে কথা বলতে না চাইলেও আসলে না বলে কোনো উপায় নেই। কারণ বর্তমান পরিস্থিতিটা এতো বেশি ভয়াবহ এবং এতো বেশি খারাপের দিকে যাচ্ছে যে, আমি মনে করি সকলে জায়গা থেকে বিষয়টিকে হাইলাইট করা উচিত। যাতে করে যারা এখনো পর্যন্ত অসাবধানতার মধ্যে জীবন কাটাচ্ছে এবং এটা ভাবছে যে সমাজের আইন প্রশাসন কিংবা গুরু দায়িত্বে যারা রয়েছে। উনারা আমাদের দিকে বিশেষ নজর দিয়েছেন কিংবা উনাদের আমাদের নিয়ে চিন্তা রয়েছে। তাই সেসব চিন্তায় না থাকি, কারণ সত্যিই সাধারণ জনগণকে নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই।

আসলে যারা অনেক প্রটোকল নিয়ে চলাফেরা করে। যারা অনেক নিরাপত্তা কর্মী নিয়ে চলাফেরা করে। ওদের দ্বারা কোনোভাবেই বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করা আসলে সম্ভব নয়। কারণ বর্তমানে একটা সাধারন মানুষ এর রাতের দিকে হাঁটাচলা করাটা অসম্ভব হয়ে গিয়েছে। সেখানে আসলে যারা প্রটোকল নিয়ে সারাক্ষণ ঘুরে। তারা কখনোই এটা বুঝতে পারবে না যে, একজন মানুষ কতোটা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং শুধু তাই নয় আসলে তার কতো বেশি ক্ষতি হচ্ছে শুধুমাত্র সমাজের এই দুরবস্থার কারণে। আসলে এটাই বোঝার যে, যখন আমাদের আশেপাশের মানুষেরা আমাদের কষ্টের কথা চিন্তা করে না। যাদের উপর আমাদের দায়িত্ব রয়েছে। তারা যখন আমাদের কথা চিন্তা করে না। তখন সত্যিই কিছু করার থাকে না।

তাই আসলে নিজের নিরাপত্তা নিজেকে নিশ্চিত করতে হবে এবং নিজের সাথে সবসময় এমন কিছু রাখতে হবে। যাতে হুট করে আমাদেরকে যদি কেউ কোনো খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে দেয়।তবে আমরা যেনো প্রাথমিকভাবে হলেও সেই জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে ফিরতে পারি কিংবা প্রাথমিকভাবে হলেও নিজেকে বাঁচাতে সক্ষম হতে পারি। তাছাড়া কোনো উপায় নেই। কারন আমরা যদি আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি। তাহলে আসলে কেউই আমাদের বর্তমানে নিরাপত্তা দেবে, এটা ভাবার কোনো মানে নেই।

ABB.gif

Sort:  

@raintears, your post resonated deeply! It's powerful how you've highlighted the current societal anxieties and the feeling that ordinary citizens are often overlooked. The urgency in your call for self-reliance and personal safety is palpable and speaks to a very real concern.

Thank you for sharing your thoughts so openly and encouraging dialogue. I especially appreciate your beautiful use of language to articulate these challenges. This is a crucial conversation to be having, and I hope your post inspires others to share their perspectives and strategies for navigating these uncertain times. What practical steps do you feel individuals can take to ensure their safety and well-being in the face of such challenges? I'm eager to hear more and see how this conversation unfolds! Keep sharing your insightful voice!