"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
প্রকৃতির সৌন্দর্য আমাদের মনে এক অনির্বচনীয় প্রশান্তি এনে দেয়। সবুজ গাছপালা, নীল আকাশ, পাখির কুজন, নদীর কলকল শব্দ, সবকিছু মিলেই সৃষ্টি করে এক স্বর্গীয় পরিবেশ। ভোরের শিশিরভেজা ঘাসে হাঁটার অনুভূতি কিংবা বিকেলের রঙিন আকাশের দিকে চেয়ে থাকা যেন আমাদের সকল দুঃখ ভুলিয়ে দেয়। পাহাড়ের চূড়া থেকে নিচে তাকালে মনে হয়, এই পৃথিবী কত অপরূপ! গ্রামের মাঠে সূর্যাস্ত দেখার মুহূর্তগুলো একান্ত নিজের হয়ে ওঠে। প্রকৃতির এই শান্ত রূপ আমাদের মনে ভালোবাসা, সৃজনশীলতা আর জীবনকে নতুনভাবে দেখার অনুপ্রেরণা দেয়। মাঝে মাঝে শহরের কোলাহল থেকে বের হয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে, কারণ প্রকৃতি আমাদের আত্মাকে ছুঁয়ে যায়। প্রকৃতি শুধু চোখে দেখার বিষয় নয়, এটি অনুভবের বিষয়,একটা মুগ্ধতা, যা হৃদয়ে গেঁথে থাকে দীর্ঘকাল।তাই মনের অনুভূতি নিয়ে আমার লেখা এই অনু কবিতা গুলো আপনাদের সাথে শেয়ার করলাম।
একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা
অনু কবিতা-১
নীল আকাশ আমাকে জিজ্ঞেস করল,
তুমি কবে শেষবার কান পাতিয়ে দেখেছো,
মেঘেরা কী গান গায়?
আমি চুপ করেছিলাম।
ভেবেছিলাম শুধু রোদ-ঝড় আর বজ্রের কথাই জানি।
কিন্তু সেই দিন বিকেলে,
একটা ছোট পাখির ওড়াউড়ির মাঝে
আমি শুনলাম ,একটানা ধীরে ধীরে,
আকাশ বলে চলে
যার হৃদয়ে শান্তি নেই, সে নীল হতে পারে না।
অনু কবিতা-২
নদী প্রতিদিন একটানা চলে,
কেউ বলে সে ক্লান্ত নয়,
আমি জানি, সে কখনও থামে না
কারণ কেউ তার অপেক্ষায় থাকে।
পাথর গায়ে সে লেখে তার দুঃখ,
তবুও হাসে ফেনার পর্দা দিয়ে।
নদী একবার বলেছিল,
আমি দূরে যাই,
শুধু এইজন্য যে ফিরে আসিবো বৃষ্টিতে ভিজে।
অনু কবিতা-৩
একটা পুরোনো বটগাছের ছায়ায় বসে,
আমি একদিন জিজ্ঞেস করলাম ,
তুমি এত চুপ কেন?
সে হাওয়ার মৃদু কাঁপন দিয়ে বলল,
চুপ থাকলে পাখিদের গল্প শোনা যায়।
চুপ থাকলে রোদ্দুরের ধৈর্য বোঝা যায়।
অনু কবিতা-৪
পাহাড় চিরকাল চুপ, দৃঢ়, স্থির।
কিন্তু একদিন আমি দেখলাম,
রোদ পড়ার সময় তার ছায়া কাঁপছে।
আমি জিজ্ঞেস করলাম তুমি কাঁদো কেন,
সে বলল,মানুষ শুধু আমায় দেখে উপরে উঠতে,
কেউ থেমে আমার পাথরে আঁকা ইতিহাস পড়ে না।
আমি বহন করি সহস্র পদচিহ্ন,
কিন্তু আমি কাউকে বলতে পারি না,আমি একা।
তখন আমি প্রথম বুঝলাম,
সবচেয়ে বড় আর উঁচু জিনিসগুলো
সবচেয়ে নিঃসঙ্গ থাকে একা ।
https://x.com/rayhan111s/status/1942595079354360179?t=nMVYy7lLACwfEMT1zaFwMw&s=19
https://x.com/rayhan111s/status/1942630729890029780?t=y4SG1S7_mR3aksQ-SPLfGA&s=19
https://x.com/rayhan111s/status/1942630974166294763?t=6ExW8Jiulo0XYwO8XCnSbA&s=19
https://x.com/rayhan111s/status/1942631181977055546?t=wTPrwd9DQ5Wq3EMtQf3MiA&s=19
https://x.com/rayhan111s/status/1942631406603063350?t=vnKzGhz00HjmdkuM14ENlw&s=19
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
খুবই সুন্দর করে লিখেছেন তো আপনি আজকের কবিতাগুলো। আপনার এত সুন্দর সুন্দর অনু কবিতা গুলো পড়ে মনটা ভালো হয়ে গেল। প্রতিটা অনু কবিতা আপনি অনেক সুন্দর টপিক তুলে ধরে লিখেছেন। সবগুলো কবিতা খুবই সুন্দর ছিল। এরকম অনু কবিতা গুলো আমার অনেক ভালো লাগে। আশা করি আপনার লেখা কবিতা পরবর্তীতেও পড়তে পারব।
ভাইয়া আপনার লেখা বরাবরই কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনি আজকে যে কবিতাটি শেয়ার করছেন সেটাও পড়ে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।