আসলে ভুলে যাওয়ার অভ্যাস আমার রয়েছে। মাঝেমধ্যেই ফোন ভুল করে রেখে আসি। যাই হোক আপনার এক্সাম ছিল এই সময় আপনি ল্যাপটপ বের করে কাজ করতে ছিলেন। স্যারও আর বোঝে না, আসলে স্যার ভাবছে আপনি ক্লাস করছে। যাই হোক শেষের দিকে আপনি কি বোর্ডটা রেখে বাসায় চলে আসে।ন আর কমিউনিটির গুরুত্বপূর্ণ কাজে সেই কিবোর্ডটা প্রয়োজন পড়ে। শেষমেষ আপনার পুরনো কিবোর্ড দিয়ে এই কাজটি চালিয়ে গেছেন। এটা আরো অনেকটাই স্বস্তি ফিরিয়ে দিয়েছে। যাই হোক এই ভুল যেন আর পরবর্তীতে না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। ভুল করে ল্যাপটপ রেখে আসলে কি হতো, আমি তো ওটাই ভেবেছিলাম।
হাহাহা,না না।অতোটাও না,ভুল করে লেপটপ রেখে আসতাম না।