সপ্তাহে দুই-তিন দিন আপনি মোরগ রান্না করে দেন। যে কোনভাবে, যাই হোক আজকে আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আপনি মজাদার রেসিপি তৈরি করেছেন। তবে আপনার শাশুড়ির কথা আপনার মনে পড়ছে। আপনার শাশুড়ির সবার রান্না করতে পারবে কিন্তু আপনার মেয়ে রান্না করতে পারবে না। এই কথা শুনে অনেক হাসাহাসি করত। আসলেই স্মৃতিগুলো যেন এখনও আছে,তবে সেই মানুষটি নেই।আপনার শাশুড়ির নেই কবে স্মৃতিগুলো রয়ে আছে।যাইহোক রেসিপিটা দেখে খুবি ভালো লেগেছে আমার।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।