দাদা এই ফাইটার মুভিটি আমি দেখেছি, অসাধারণ একটি মুভি আসলে কাশ্মীরের দ্বন্দ্ব অনেক আগে থেকে লেগে রয়েছে। পাকিস্তান আর ভারতের মধ্যে এই দ্বন্দ্ব যেন ক্রমশাই বৃদ্ধি পায়। আসলে পাকিস্তান মনে করে কাশ্মীর আমাদের আর ইন্ডিয়া মনে করে আমাদের, আসলে এই দ্বন্দ্ব কবে শেষ হবে সেটা বলা যায় না। যার কারণে পাকিস্তান মাঝে মধ্যে ইন্ডিয়ার উপরে মাঝে মাঝে গোলাগুলি হয়।পাকিস্তান প্রতিনিয়ত ভারতের সাথে এই অন্যায় যুদ্ধ চালিয়ে যায়। যার কারণে ভারত এই অন্যায় যুদ্ধকে মেনে নিয়ে তারা সহ্য করতে না পেরে তারাও চড়া হয়। এই জঙ্গিদের উপরে আসলে জঙ্গির একটা এজেন্ট হিসেবে কাজ করে। যার কারণে এই সমস্যাটা হচ্ছে। আসলে এই কাশ্মীর দ্বন্দ্ব নিয়ে আরো মুভি আমি দেখেছি। সালমান খানেরও একটা রয়েছে। যাই হোক এই মুভি গুলো দেখতে খুবই ভালো লাগে কারণ মুভি গুলো ইতিহাস কথা স্মরণ করিয়ে দেয়। যাই হোক এই মুভির গানগুলো অসাধারণ ছিল। আপনি খুবই সুন্দরভাবে রিভিউ করেছেন রিভিউ পড়র ভালো লাগলো।