আহারে। হলো হলো ঈদ এর দিনই হতে হলো। কি আনন্দের ভিতর ছিলেন। দোষটা কার ছিলো ভাই। সাইকেল আলার নিশ্চই? আসলে গ্রামে থাকলে এই মজাটা বেশি পাওয়া যায়। তবে এখন পর্যন্ত ঈদ এর দিন তেমন কোনো বড় এক্সিডেন্ট হয়নি। তবে একবার এক কাহিনী হয়েছিলো। দেখি পোস্ট আকারে শেয়ার করবো নে।
আপনার পোস্ট পড়ার অপেক্ষায় থাকলাম ভাই 🥰🥰