RE: ভালোবাসা রইল || @shy-fox 10% beneficiary
আসলে এ কালকের অনুভূতি শুনে বুঝতে পারলাম এটা ব্লাকস দাদার জন্য বিশেষ করে। আসলে মানুষের কিছু কিছু উপকার নিজের সব টা দিয়ে দিলেও এই ঋণ শোধ হবে না। আসলে খারাপ সময় কেউ পাশে থাকতে চায় না। যে পাশে থাকে আসলে আমাদের উচিত কৃতজ্ঞতা প্রকাশ করা। অনেক সময় দেখা যায় মানুষ একটু ভালো অবস্থান গেলে আগে অতীতকে ভুলে যায়। আসলে অতীতকে ভুলে গেলে চলবেনা আমাদের অতীতকে মনে রাখতে হবে।আসলে আপনার অনুভূতি আমি তখনই বুঝতে পারলাম তখন নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হয়ে গেল আপনার। সত্যিই এটা যে কতটা কষ্টের এবং কতটা কষ্টের মধ্যে আপনি জীবনটা পার করেছেন যা আমরা বুঝতেই পারছি।আসলে শুরুতেই কখনোই সবকিছু থাকে না। অনেক পরিশ্রম করার পরে নিজের যোগ্যতায় আপনি এখন নিজের অবস্থানে আছেন। এটাই কামনা করি। আপনি যেন সবসময় সুস্থ থাকেন। ভালো থাকেন। যে মানুষটার জন্য আজকে আপনি এই অবস্থানে। সে মানুষটা যেন সবসময় ভালো থাকে।😍😍🥰
আপনার মন্তব্যে আমি অনুপ্রাণিত ভাই । আপনার ভালবাসা রইল , অন্তরের অন্তস্থল থেকে ।