প্রতিটা মানুষ অতীতের কথা ভুলে যায়। বর্তমান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আমরা আস্তে আস্তে আমাদের অতীতের স্মৃতিগুলো মন থেকে মুছে ফেলি। বড় হতে লাগলে আমরা আস্তে আস্তে সত্যিই বদলে যাওয়া এই ধুম লাগিয়ে দি।ছোটবেলায় ভাই বোনের সম্পর্ক বেশি মধুর হয় কিন্তু বড়বেলায় ভাই ভাইকে খুন করতেও দ্বিধাবোধ করে না। ভাই ভাইকে দেখলে অন্য রাস্তা দিয়ে চলে যায় আমি এমনও দেখেছি। সময়ের সাথে সাথে প্রতিটা মানুষ স্বার্থপর হয়ে যায়। স্বার্থের জন্য নিজের রক্ত বেইমানি করে।